বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam: কারা অযোগ্য হয়েও চাকরি করছেন স্কুলে? সুপ্রিম কোর্টে নাম-রোল নম্বর সব জমা দিল SSC

SSC Scam: কারা অযোগ্য হয়েও চাকরি করছেন স্কুলে? সুপ্রিম কোর্টে নাম-রোল নম্বর সব জমা দিল SSC

সব মিলিয়ে এই যে ১২১২জনের নিয়োগে অনিয়ম। তাদের নাম, রোল নম্বর সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে এসএসসি। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

গ্রুপ ডি নিয়োগে কতজন অনিয়ম করে চাকরি পেয়েছিলেন তার তালিকাও পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্রুপ ডি কর্মী নিয়োগে সব মিলিয়ে অনিয়ম করে চাকরি পেয়েছেন ৬০৮জন।

আসলে কারা অযোগ্য? চাকরি বাতিল মামলায় এনিয়ে সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি। সব মিলিয়ে ২৬০০০জনের চাকরি বাতিল সংক্রান্ত এই মামলা। সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে সব মিলিয়ে অর্থাৎ চারটি বিভাগ মিলিয়ে ১২১২জন নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। সেই হলফনামায় বলা হয়েছে এদের মধ্যে কারোর নামই এসএসসি সুপারিশ করেনি। চারটি বিভাগে কোথায় কতজন অযোগ্য তার তালিকা তুলে ধরা হয়েছে এসএসসির তরফে। 

সব মিলিয়ে এই যে ১২১২জনের নিয়োগে অনিয়ম। তাদের নাম, রোল নম্বর সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে এসএসসি। এবার সুপ্রিম কোর্ট এই হলফনামার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। 

সুপ্রিম কোর্টে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রুপ সি বিভাগে সব মিলিয়ে ৩৮১জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন। এর মধ্য়ে কতজন মেধাতালিকায় যোগ্য়দের বঞ্চিত করেছেন তার তালিকাও পেশ করা হয়েছে। সেই সংখ্য়াটা হল ১৩২জন। সেই সঙ্গে হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্যানেলের বাইরে থেকে সব মিলিয়ে  ২৪৯জন চাকরি পেয়েছেন। 

গ্রুপ ডি নিয়োগে কতজন অনিয়ম করে চাকরি পেয়েছিলেন তার তালিকাও পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্রুপ ডি কর্মী নিয়োগে সব মিলিয়ে অনিয়ম করে চাকরি পেয়েছেন ৬০৮জন। সেই সঙ্গেই প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন ৩৭১জন। সেই সঙ্গেই ২৩৭জনকে মেধাতালিকায় এগিয়ে রাখা হয়েছিল। তাদেরকেও অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। 

এদিকে নবম ও দশম শ্রেণিতেও প্যানেলের বাইরে থেকে ও কিছুজনকে মেধাতালিকায় ওলটপালট করে নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে নবম  ও দশম শ্রেনির নিয়োগের ক্ষেত্রে ১৮৫জনের বেআইনিভাবে চাকরি হয়েছে। তার মধ্য়ে ৭৪জনকে প্যানেলের তালিকা ওলটপালট করা হয়েছে। আর ১১১জনকে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে। 

সব মিলিয়ে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে এসএসসির সুপারিশের ভিত্তিতেই তাদের নিয়োগ করা হয়েছে। সবটাই এসএসসির সুপারিশের ভিত্তিতে, তারা নিজেরা কিছু করেনি। আর এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছিল যে সুপারিশ ছাড়াও নিয়োগ করা হয়েছে। 

এদিকে এসএসসি মামলায় সব মিলিয়ে ২৬০০০জনের চাকরি বাতিলের নির্দেশের ঘটনায় কার্যত আকাশ ভেঙে পড়েছিল অনেকের মাথায়। তবে শেষ পর্যন্ত এখনও তারা চাকরি করছেন। তবে এবার চাকুরিরতদের মধ্য়ে প্রকৃত অযোগ্য কারা তারই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিল এসএসসি। 

বাংলার মুখ খবর

Latest News

‘সমাজ কী বলবে’! বিয়ে না করে ২ সন্তানের বাবা, চারপাশের মানুষকে নিয়ে কী বললেন করণ সূর্যর দিকে শনির তির্যক দৃষ্টি, তৈরি হয়েছে ষড়ষ্টক যোগ, ৫ রাশি হবে ঝড়ের সন্মুখীন তাঁবুতে বসেই চিকিৎসা করছেন সিনিয়র, লড়াইয়ের পাঠশালায় রোগীর পাশে জুনিয়ররাও বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পর কী লিখলেন অমিতাভ? ‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? 'জি করদা' গানে বাড়িতেই জমিয়ে নাচ শাহিদ কাপুরের ‘‌জুনিয়র ডাক্তাররা বাচ্চা ছেলেমেয়ে’‌, কলকাতার মেয়র স্মরণ করালেন তাঁদের কর্তব্য নিজেরা ফাইনালে ওঠেনি,ভারত উঠেছে! তাই চিনকে সমর্থন পাকিস্তানের!মুখে ঝামা ঘষল ভারত সঞ্জয় রায়কে আগে থেকেই চিনতেন টালা থানার ওসি, কথা হত ফোনে 'ওঁরা ভুলে গিয়েছেন যে এই প্রতিবাদ কোথা থেকে শুরু হয়েছিল…', কেন ক্ষুব্ধ সুরজিৎ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.