সৌগত রায়। তৃণমূলের এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরেই ঘাসফুলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে বিগতদিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ভোটের রাজনীতিতে বয়স হলে সরে যাওয়া দরকার বলে মন্তব্য করেছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো অভিষেকের নিশানায় সৌগত রায়ের মতো প্রবীন নেতারা! তবে এবার সেই সৌগত রায়ই সওয়াল করলেন অভিষেকের সমর্থনে। কার্যত ৭৭ বছর বয়সি প্রবীন তৃণমূল নেতার মুখে এখন সেই অভিষেকের প্রতিই গভীর আস্থা।
সৌগত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সরকারি প্রশাসনের কাজে অনেকটা সময় দিতে হয়। অভিষেক হোলটাইম পার্টিকে দিলে অভিষেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিশ্বাস আছে, কর্মীদের বিশ্বাস আছে। ভালো হবে। একই লোক চালাতে পারে নাকি? এই লোড নিতে পারে? মমতা বন্দ্যোপাধ্য়ায় শেষ কথা। কিন্তু পার্টির ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজন লোককে দায়িত্ব দিতে হয়। সেটাও অভিষেক। আর কেউ নেই। জানিয়ে দিলেন সৌগত রায়। কার্যত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক উত্তরাধিকার কে? সেটাই জানিয়ে দিলেন সৌগত রায়।
এটা নিয়ে সৌগত রায় কোনও ঢাক ঢাক গুড় গুড় করেননি। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, অভিষেক মমতার ডেজিগনেটেড সাকসেসার। আগে দায়িত্ব দিয়ে ভালো কাজ করেছে। ওকে দায়িত্ব দেওয়া উচিত। মমতা দলটা তৈরি করেছে। মমতা সাংগঠনিকভাবে যাকে বিশ্বাস করে তাকেই দায়িত্ব দেওয়া উচিত। অভিষেক পঞ্চায়েতের আগে ওর যে নবজোয়ার তাতে বিরাটভাবে যুবকরা এসেছে এবং তাতে পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো প্রার্থী পেয়েছিলাম। রেজাল্টও ভালো হয়েছিল। আবার সেটা শুরু করলে ভালো হবে।
কার্যত অভিষেকের উপর পরম আস্থা রাখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। খবর এবিপি আনন্দের প্রতিবেদন অনুসারে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তবে কি অত্যন্ত হিসেব কষেই অভিষেকের মন জয়ে তৎপর হলেন সৌগত?
এদিকে সূত্রের খবর, ফের নবজোয়ার কর্মসূচিতে বের হতে পারেন অভিষেক। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে ফের নবজোয়ার কর্মসূচি শুরু করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, এনিয়ে প্রাথমিক প্রস্তুতি চলছে।
চোখের অপারেশনের জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে ফিরে এসেছেন তিনি। তার মধ্যে সাংগঠনিক নানা সিদ্ধান্তও নিয়েছেন। তবে তৃণমূলের অন্দরমহলের খবর, দিন কয়েকের মধ্যেই দলের অন্দরে কিছু রদবদল হতে পারে। সেই সঙ্গেই জানুয়ারির প্রথমে দলের তরফে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
তবে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগেই অভিষেকের মন জয়ে সবরকম চেষ্টা করলেন সৌগত?