দীর্ঘ লড়াই শেষে হার মানলেন রাজ্য়ের মন্ত্রী সাধন পান্ডে। মুম্বইয়ে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। তাঁর প্রয়াণে শূণ্য় হয়েছে মানিকতলা আসন। যে মানিকতলার সঙ্গে তাঁর একেবারে নাড়ির টান ছিল। সেই মানিকতলাও আজ কার্যত অভিভাবক শূন্য হল। এবার কে ধরবেন সাধনের রেখে যাওয়া সেই পতাকা? এক্ষেত্রে সবথেকে আগে যে নামটি উঠে আসছে তিনি আর কেউ নন সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। তবে বাবা জীবিত থাকাকালীনও দলের বিভিন্ন কর্মসূচি একেবারে ঝাঁপিয়ে পড়তেন শ্রেয়া। ইদানিং সাধন পাণ্ডে অসুস্থ থাকার জেরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সেভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না। তখনও হাল ধরেন শ্রেয়া। একাধিক দলীয় কর্মসূচিতে, স্থানীয় এলাকায় নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার জন্য বার বার এগিয়ে এসেছেন শ্রেয়া।
তবে দলের একাংশের মতে, শুধু দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করাই নয়, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে দলের দীর্ঘদিনের নানা দ্বন্দ্ব কমানোর ব্যাপারেও বার বার উদ্যোগী হয়েছিলেন শ্রেয়া। এদিকে উত্তর কলকাতায় সাধন পাণ্ডে বনাম পরেশ পালের দ্বন্দ্ব সর্বজনবিদিত। সেই দ্বন্দ্ব কমানোর নিরিখেও কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন শ্রেয়া। কলকাতা পুরসভা নির্বাচনের দিন যখন পরেশ পাল মনোনয়নপত্র জমা দিতে যান তখন হাজির ছিলেন শ্রেয়া। আর এ যেন সেই দ্বন্দ্ব কমানোরই ইঙ্গিত। এদিকে মানিকতলা আসনে স্বাভাবিকভাবেই উপনির্বাচন হবে। সেই আসনে সাধন কন্যাকেই প্রার্থী হিসাবে চাইছেন অনেকেই। শ্রেয়ার মধ্যে বাবা সাধনের ছায়া দেখছেন অনেকে।