বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Murder: হোয়াই রবিবার? আগে কেন সিবিআই দিচ্ছেন না? মমতাকে প্রশ্ন আন্দোলনকারীদের, ধামাচাপার চেষ্টা?

RG Kar Doctor Murder: হোয়াই রবিবার? আগে কেন সিবিআই দিচ্ছেন না? মমতাকে প্রশ্ন আন্দোলনকারীদের, ধামাচাপার চেষ্টা?

আরজিকর কাণ্ডে বিক্ষোভ। (PTI Photo) (PTI)

আন্দোলনকারীরা পড়ুয়াদের একাংশের দাবি, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। নিরপেক্ষ তদন্ত চাই। বিচারবিভাগীয় তদন্তের দাবি করছি।

আরজিকর কাণ্ডে সিবিআইয়ের জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। তার মধ্যে এই ঘটনার কিনারা না হলে সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কিন্তু আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের দাবি, কেন রবিবার পর্যন্ত অপেক্ষা? কেন এখনই এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে না? 

আন্দোলনকারীরা পড়ুয়াদের একাংশের দাবি, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। নিরপেক্ষ তদন্ত চাই। বিচারবিভাগীয় তদন্তের দাবি করছি। এতদিন ধরেই এই দাবি তুলছিলেন আন্দোলনকারীরা। এদিকে মুখ্য়মন্ত্রী এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সম্মত হয়েছেন। রবিবার মধ্যে কূলকিনারা না হলে এই তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

এখানেই আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের একাংশের দাবি, এতদিন সময় লাগবে কেন? কেন রবিবার পর্যন্ত অপেক্ষা করার কথা বলছেন? কেন তার আগে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে না? প্রশ্ন আন্দোলনকারীদের। 

এদিকে সোমবারই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও গিয়েছিলেন। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেই সময় তিনি  জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই মামলার তদন্ত করাতে তাঁর কোনও আপত্তি নেই। এদিন ফের বললেন, 'আদালতে ফাঁসির দাবি জানাব।'

মমতা বলেন, 'পুলিশ ছিল, সবাই ছিল। তারপরও কী করে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না।' তদন্তে সবথেকে ভালো পুলিশ আধিকারিককে নিয়োগ করা হয়েছে বলে দাবি মমতার। মমতা মন্তব্য করেন, 'হয়তো ভিতরেরই কেউ আছে এই ঘটনায়। নির্যাতিতার পরিবার সেটাই অভিযোগ করছে।' মমতা বলেন, 'যেই জড়িত থাক না কেন, তাকে শাস্তি পেতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা ফাঁসির দাবি জানাব। হাসপাতালে অতজন নার্স, ওখানে সিকিউরিটি ছিল, তাও কী করে এমন ঘটনা ঘটল ভেবে পাচ্ছি না। যে প্রথম পরিবারকে ফোন করেছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।'

মমতা বলেন, কিছু লোক এখনও সামাজিক অবক্ষয়ের মধ্য়ে রয়েছে। আমি আশ্চর্য হচ্ছি ওখানে নার্সরা ছিলেন। সিকিউরিটি ছিল। কী করে এই ঘটনা হল বুঝতে পারছি না। বাবা মা বলছে ওদের ভেতরের কেউ আছে। যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকে ডেকেও ফোন করবে। 

তবে আন্দোলনকারীদের দাবি, হোয়াই রবিবার? আগে কেন নয়? এত দেরি কেন? বিরোধীদের দাবি, ধামাচাপা দেওয়ার জন্য সময় নেওয়া হচ্ছে। 

পুলিশ কমিশনার জানিয়েছেন, আগামী চার পাঁচদিনের মধ্য়ে কেউ জড়িত থাকলে আমরা তাদের গ্রেফতার করতে পারব। 

বাংলার মুখ খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.