বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দশ বছর ধরে কমিশন বসিয়েও CPM-এর কাউকে জেলে ভরতে পারলেন না কেন মমতা? সুজন

দশ বছর ধরে কমিশন বসিয়েও CPM-এর কাউকে জেলে ভরতে পারলেন না কেন মমতা? সুজন

ফাইল ছবি

সুজনবাবুর দাবি, বাম জমানায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন মমতা। তখন কেন্দ্রীয় সমস্ত সংস্থাকে কাজে লাগিয়ে কারও সাদা ধুতিতে কালির ছিটে দিতে পারেনি।

সিপিএমের জমানায় পঞ্চায়েতে ১০০ শতাংশ দুর্নীতি হত। তৃণমূল এসে ৯০ শতাংশ দুর্নীতি কমিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, ‘সিপিএম জমানায় এত দুর্নীতি হয়ে থাকলে ১০ বছর ধরে কমিশন বসিয়ে কেন কাউকে জেলে ভরতে পারলেন না মুখ্যমন্ত্রী।’

এদিন সুজনবাবু বলেন, ‘পাগলের প্রলাপ, মাথা খারাপ হয়ে গেলে লোকে উলটো পালটা বকে। তৃণমূল সরকার ৩০ কোটি টাকা খরচ করে কমিশন বসিয়েছে। সিপিএমের দুর্নীতি খুঁজে বার করবে। ১০ বছরেও দুর্নীতি বার করতে পারল না। এখন যারা হাতে হাতে টাকা নিয়ে ধরা পড়ে। তারা মুখ্যমন্ত্রীর পাশে বসে আছেন।‘

সুজনবাবুর দাবি, বাম জমানায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন মমতা। তখন কেন্দ্রীয় সমস্ত সংস্থাকে কাজে লাগিয়ে কারও সাদা ধুতিতে কালির ছিটে দিতে পারেনি। সিপিএমের পরিষদীয় দলনেতার দাবি, ‘২০২১-এর পর দলটা উঠে যাবে।‘ 

সিপিএমের বিরুদ্ধে দুর্নীতি ব্যবস্থা চালুর যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তার বিরোধিতা করে সুজনবাবু বলেন, ‘সিপিএমের সময় পঞ্চায়েতে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল এখন তালিকা বার করলে পাবলিকের মার খাবে। আয়লার সময় যৌথভাবে তালিকা বানিয়েছে বামেরা। ক্ষমতা থাকলে এমন কোনও নজির দেখাক মমতা।‘

বন্ধ করুন
Live Score