বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee on G20 Logo: জি-২০ লোগোয় পদ্মফুল, বাঘ-ময়ূর নয় কেন? ‘বৈদেশিক বিষয়’ নিয়ে চুপ থেকেও প্রশ্ন মমতার

Mamata Banerjee on G20 Logo: জি-২০ লোগোয় পদ্মফুল, বাঘ-ময়ূর নয় কেন? ‘বৈদেশিক বিষয়’ নিয়ে চুপ থেকেও প্রশ্ন মমতার

জি-২০-র লোগোয় সেজে উঠেছে দিল্লি। দিল্লি যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

Mamata Banerjee on G20 Logo: জি-২০ গোষ্ঠীতে এবার সভাপতিত্ব করতে চলেছে ভারত। লোগোয় পদ্মফুলের প্রতীক ব্যবহার করা হয়েছে। সেই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জি-২০ গোষ্ঠীর লোগোয় পদ্মফুলের প্রতীক ব্যবহার করা হয়েছে। কেন বাঘ ও ময়ূরের প্রতীক ব্যবহার করা হয়নি? তা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একইসঙ্গে মমতা জানান, যেহেতু বিষয়টির সঙ্গে বিদেশ ভারতের ভাবমূর্তি জড়িয়ে আছে, তাই বিষয়টি নিয়ে এতদিন কিছু বলেননি।

সোমবার  দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে ‘জি-২০’-র লোগোতে পদ্মফুলের প্রতীক রাখা নিয়ে মমতাকে প্রশ্ন করেন এক সাংবাদিক। সেই প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘ওরা আগেও এটা ব্যবহার করেছে। আমি দেখেছি। আগেও জি-২০-তে করেছি।  যখন দেশ সংক্রান্ত কোনও বিষয় হয়, তখন আমরা কিছু বলি না। কারণ সেটা বাইরের দুনিয়ার কাছে চলে গেলে দেশের জন্য ভালো হবে না। কিন্তু এটাও ঠিক নয় যে (কোনও রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে)।’ উল্লেখ্য, পদ্মফুল হল কেন্দ্রীয় শাসক দল বিজেপি প্রতীক।

জি-২০ গোষ্ঠীতে এবার সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই বিষয়টির প্রস্তুতির জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হবে, তা নিয়েই নিয়েই বৈঠকে আলোচনা করা হবে। সেই বৈঠকে যোগ দিতেই আজ দিল্লির উদ্দেশে রওনা দেন তৃণমূলের চেয়ারপার্সন। 

আরও পড়ুন: G20 সম্মেলনের সভাপতিত্বে ভারত! দেশের ঐতিহাসিক সৌধে আলোকসজ্জায় ফুটল 'লোগো'

সেইসময় তিনি বলেন, ‘হ্যাঁ, পদ্ম আমাদের জাতীয় ফুল। নির্বাচন কমিশন যখন পদ্মের প্রতীক একটি রাজনৈতিক দলকে দিয়ে দিয়েছে, তখন ওই প্রতীক ব্যবহার না করে (জি-২০) লোগোতে অন্য কিছু ব্যবহার করতে হত। আগে জাতীয় পশু বাঘ ছিল। এখন সিংহ করে দিয়েছে কিনা জানি না। সেইসবও রাখতে পারত। তবে বিষয়টি নিয়ে আমি আপত্তি করছি না। বাকিরা বিষয়টি নিয়ে কথা বলছে। সাংবাদিক প্রশ্ন করায় স্রেফ আমার মতামত জানালাম।’

আরও পড়ুন: G20 Logo: দেশের সমস্ত ঐতিহাসিক সৌধে আলোকসজ্জায় ধরা দিল ভারতের জি ২০ লোগো! মন ছোঁয়া দৃশ্য একনজরে

যদিও জি-২০ সম্মেলনের লোগোর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেন, ১৯৫০ সালে কংগ্রেস সরকারের আমলেই পদ্মকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করা হয়েছিল। জাতীয় ফুলকেই জি-২০ সম্মেলনের লোগোয় ব্যবহার করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

বন্ধ করুন