বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের শো, BJP-র দাবি, 'গেরুয়া' শুনেই চটেছে TMC

ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের শো, BJP-র দাবি, 'গেরুয়া' শুনেই চটেছে TMC

 অরিজিৎ সিং। ফাইল ছবি

সেদিন উৎসবের মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন অরিজিৎ সিংকে গান গাওয়ার অনুরোধ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর তারপরই অরিজিৎ জানিয়েছিলেন, একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে।

ইকো পার্কে বাতিল হল অরিজিৎ সিংয়ের গানের জলসা। এনিয়ে এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন পারমিশন বাতিল করা হয়েছে তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন জানিয়েছেন, জি-২০ ইভেন্টের জন্য সলমন খান কিংবা অরিজিৎ সিং কারোর প্রোগ্রামই করা যাবে না। কী বলেছেন ফিরহাদ?

তিনি বলেন, আমাদের এই সময় জি ২০ সম্মেলন চলছে। জি ২০এর প্রতিনিধিরা আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তার বিপরীতেই রয়েছে। ওখানে কোনও আয়োজন করা যাচ্ছে না। ইকো পার্ক দেখার জন্য প্রচুর মানুষ আসেন। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সমস্যা রয়েছে। সেকারণে বড় অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া যাচ্ছে না। সলমন খানের প্রোগ্রাম ছিল। অরিজিৎ সিংয়েরও প্রোগ্রাম ছিল। পুলিশ পারমিশন বা হিডকোর তরফেও কিছু আসেন। কীভাবে অনুমতি পেলেন জানি না। তবে কোনও পারমিশন দেওয়া হয়নি।

তবে বিজেপি অবশ্য অন্য সুর গাইছে। বিজেপি নেতৃত্বের দাবি, আসলে ফিল্ম ফেসটিভ্যালের অনুষ্ঠানে অরিজিৎ সিং মুখ্যমন্ত্রীর সামনে রং দে তু মোহে গেরুয়া গেয়েছিলেন। তার জেরেই রেগে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর অরিজিতের মতো জনপ্রিয় শিল্পী কলকাতায় অনুষ্ঠান করার সুযোগ পেলেন না। চূড়ান্ত অসহিষ্ণুতা। বলছেন বিজেপি নেতৃত্ব। ঠিক কী হয়েছিল সেদিন?

সূত্রের খবর, সেদিন উৎসবের মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন অরিজিৎ সিংকে গান গাওয়ার অনুরোধ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর তারপরই অরিজিৎ জানিয়েছিলেন, একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে। একেবারে চিরচেনা, না বদলানো, সাদাসিধে অরিজিৎ। এভাবেই অরিজিৎকে দেখতে অভ্যস্ত তাঁর ফ্য়ানেরা। এরপরই তিনি রাজ চক্রবর্তী পরিচালিত ছবির একটি গান ধরেন। আর পরের গানেই, রঙ দে তু মোহে গেরুয়া…মঞ্চে তখন শাহরুখ। মঞ্চে তখন মুচকি হাসি।

বিরোধীদের দাবি, ওই গেরুয়া গান শুনে চটেছেন মুখ্যমন্ত্রী। আর তার জেরেই ইকো পার্কে অরিজিতের জলসার অনুমতি বাতিল হয়ে গেল এবার।

তবে অরিজিতের গানের দুকলিই যেন ঝড় তুলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে। মাঠে নেমে পড়েছিলেন বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। পালটা ব্যাট ধরেছিলেন তৃণমূলের বিধায়ক মদন মিত্রও। শিল্পীকে সম্মান জানিয়ে কড়া ভাষায় তিনি বিঁধেছেন বিজেপি শিবিরকে।

তবে শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, গেরুয়া মানেই তো স্বামী বিবেকানন্দ, গেরুয়া মানেই তো সনাতন, গেরুয়া মানেই শৌর্যের প্রতীক, গেরুয়া মানে ঋষি মুনিদের দেশ ভারতবর্ষ।

 

বন্ধ করুন