
বিজেপি দিল্লির দল, দিল্লিতে গিয়ে বসে থাকুক: মমতা
১ মিনিটে পড়ুন . Updated: 10 Dec 2020, 04:54 PM IST- বিজেপিকে মমতার কটাক্ষ, ‘বাংলায় রোজ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে। নিজেই নিজেকে থাপ্পড় মারছে আর বলছে মারল কে, তৃণমূল জবাব দেও’।
জেপি নড্ডার পশ্চিমবঙ্গ সফরের মধ্যেই ফের একবার বিজেপিকে ‘বহিরাহত’ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভবানীপুরের যদুবাবুর বাজারে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পে হাজির হয়ে বিজেপিকে বেঁধেন তিনি। সঙ্গে বেশ কয়েকজন উপভোক্তার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন তৃণমূলনেত্রী।
এদিন মমতা বলেন, ‘মনে রাখবেন বিজেপি বাংলার পার্টি নয়। ওটা দিল্লির পার্টি, দিল্লিতে গিয়ে বসে থাকুক। গুজরাতে গিয়ে বসে থাকুক’। বিজেপিকে মমতার কটাক্ষ, ‘বাংলায় রোজ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে। নিজেই নিজেকে থাপ্পড় মারছে আর বলছে মারল কে, তৃণমূল জবাব দেও’।
মমতার দাবি, ‘ওরা অকথ্য, কুকথ্য বলে, আমরা সেটা বলি না। ওরা অর্ধসত্য বলে, আমরা সেটা বলি না’।
বিজেপিকে ফের বহিরাগত বলে দাবি করে মমতা বলেন, ‘গেস্ট হাউজগুলোয় সব উঠেছে। ছোট ছোট হোটেলগুলোয় সব উঠেছে। তারা কারা? তারা কেউ বাংলার লোক নয়। বাংলার ইলেকশন হিম্মত থাকলে বাংলা দিয়ে করুন। বাংলার ইলেকশনে বাইরের গুন্ডা কেন আসবে? বহিরাগত গুন্ডাদের আটকান, বাংলাকে বাঁচান’।