বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP Bangla Bandh: 'ছাত্রদরদী' সিপিএম কি বাংলা বনধকে সমর্থন করবে? কংগ্রেস কী ভাবছে?

BJP Bangla Bandh: 'ছাত্রদরদী' সিপিএম কি বাংলা বনধকে সমর্থন করবে? কংগ্রেস কী ভাবছে?

নবান্ন অভিযান। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

ছাত্র সমাজের নবান্ন অভিযানকে যত না কটাক্ষ করেছে তৃণমূল তার থেকেও বেশি কটাক্ষ করেছে বামেরা। কার্যত এই কর্মসূচির বিরোধিতায় আদা জল খেয়ে নেমে পড়েছিল বামেরা। এতে তারা রাজনৈতিকভাবে কতটা সুবিধা পেল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

নবান্ন অভিযানে যাওয়া সাধারণ ছাত্রদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। এবার প্রশ্ন নবান্ন অভিযান নিয়ে তো নানা কটাক্ষ করেছিল সিপিএম ও কংগ্রেস। এবার বাংলা বনধ নিয়ে তাদের অবস্থান কী! 

এদিকে সিপিএম তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু কংগ্রেস এখনও তাদের অবস্থান পুরোপুরিভাবে খোলসা করেনি। কার্যত এই বনধকে সমর্থন বা বিরোধিতা করার ক্ষেত্রে কংগ্রেস যে কিছুটা দ্বিধায় রয়েছে একথা অবশ্য বোঝাই যাচ্ছে। 

সিপিএম নেতা মহম্মদ সেলিম জানিয়ে দিয়েছেন, বিজেপির ডাকা বনধকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই।  আরজি কর কাণ্ডের প্রতিবাদে বামেদের একাধিক কর্মসূচি রয়েছে। বামেদের গণসংগঠন আদিবাসী অধিকার মঞ্চও পথে নামবে। নার্সদেরও মিছিল রয়েছে। তাছাড়া রাজনৈতিক ও অরাজনৈতিকভাবে একাধিক কর্মসূচি রয়েছে। আমরা সেই কর্মসূচিতে থাকব। 

এমনকী এদিনের ছাত্র সমাজের আন্দোলনকেও এক হাত নিয়েছেন সেলিম। তাঁর প্রশ্ন এই ছাত্র সমাজ কারা? গোটাটাই আরএসএস আর বিজেপি। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে যখন সার্বিকভাবে সকলের স্বর উঠছে তখন বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে ছাত্র সমাজের নবান্ন অভিযানকে যত না কটাক্ষ করেছে তৃণমূল তার থেকেও বেশি কটাক্ষ করেছে বামেরা। কার্যত এই কর্মসূচির বিরোধিতায় আদা জল খেয়ে নেমে পড়েছিল বামেরা। এতে তারা রাজনৈতিকভাবে কতটা সুবিধা পেল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

এদিকে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমরা বনধ ডাকিনি। যারা ডেকেছে তারা জানে আর মানুষ জানেন। বনধ হবে কি না সেটা মানুষের উপর নির্ভর করবে। 

তবে মঙ্গলবার গোটা দিন ধরে বাংলার নজর ছিল নবান্ন অভিযানের দিকে। একেবারে যে সুপারফ্লপ হয়েছে এমনটাও নয়। সেক্ষেত্রে বিরোধী দলের দিক থেকে আরও কোণঠাসা বামেরা। সেক্ষেত্রে বিজেপির হাত ধরে একটা তথাকথিত নিরপেক্ষ শক্তি উঠে আসছে। যাদের সম্পর্কে অনেক সমালোচনা। কিন্তু তবু ও এদিন সাধারণ মানুষ অনেকেই আস্থা রাখলেন তাঁদের প্রতি। এটা তাৎপর্যপূর্ণ। আর বামেরা এবারও বিরাট সুযোগ হাতছাডা় করল। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের লোকসভা  নির্বাচনেও বিজেপিকে কোণঠাসা করতে গিয়ে নিজেরা শূন্য় হয়ে গিয়েছে বামেরা। আর তৃণমূলকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এবারও বিজেপি বিরোধিতায় অনড় থাকতে গিয়ে তৃণমূল বিরোধিতার ঐক্যবদ্ধ সুরে ফাটল ধরাচ্ছে বামেরা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.