বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro Timetable on 16th August: বনধের জন্য শুক্রবার কলকাতার ৪ লাইনে কখন মেট্রো চলবে? রইল পুরো টাইমটেবিল!

Kolkata Metro Timetable on 16th August: বনধের জন্য শুক্রবার কলকাতার ৪ লাইনে কখন মেট্রো চলবে? রইল পুরো টাইমটেবিল!

শুক্রবার বনধ হলেও কলকাতা মেট্রোর চারটি লাইনে স্বাভাবিক পরিষেবা মিলবে। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

শুক্রবার বনধ আছে। সেজন্য কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া), গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ), অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে রুবি) এবং পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) কখন পরিষেবা মিলবে?

শুক্রবার বনধ ডাকা হলেও সপ্তাহের শেষ কর্মদিবসে কলকাতায় মেট্রো পরিষেবা স্বাভাবিকই থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্য কর্মদিবসে যেমন মেট্রো চালানো হয়, সেই সূচি মেনেই শুক্রবার পরিষেবা চালু রাখা হবে। যাতে পরিষেবা স্বাভাবিক রাখা যায়, সেজন্য ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া), গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ), অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে রুবি) এবং পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট), সেজন্য বাড়তি কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কেন বনধ ডাকা হয়েছে শুক্রবার?

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তার জেরে শুক্রবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল ছ'টা থেকে শুরু হবে বনধ। চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত। যদিও প্রতিবারের মতো এবারও নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বনধের দিন জনজীবন পুরোপুরি স্বাভাবিক রাখা হবে। নামানো হবে পর্যাপ্ত সংখ্যক বাস। সেইসঙ্গে চারটি কারণ ছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

আরও পড়ুন: Nabanna Notice: টানা ছুটি হল না, শুক্রের বনধে সিএল নেওয়া যাবে না, কাটা যাবে বেতন, হবে শোকজ, আসতেই হবে অফিসে

ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়

১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট।

৩) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।

ব্লু লাইনে শেষ মেট্রোর সময়

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।

২) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।

৩) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।

৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।

তাছাড়া প্রতি শুক্রবার যেমন রাত ১০ টা ৪০ মিনিটে নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে। যা যথাক্রমে দক্ষিণেশ্বর এবং নিউ গড়িয়ায় পৌঁছাবে রাত ১১ টা ২৯ মিনিটে।

গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময় 

১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড: সকাল ৭ টা।

২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান: সকাল ৭ টা।

৩) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৬ টা ৫৫ মিনিট।

৪) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: সকাল ৭ টা ৫ মিনিট।

গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়

১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড: রাত ৯ টা ৪৫ মিনিট।

২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান: রাত ৯ টা ৪৫ মিনিট।

৩) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।

৪) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট।

আরও পড়ুন: Anti-Mamata govt movement: ‘মমতা সরকারের পতনের শুরু’, দুর্নীতির আঁচে তপ্ত বাংলায় ক্ষোভ বাড়াল RG কর কাণ্ড

অরেঞ্জ লাইনে প্রথম মেট্রোর সময়

১) নিউ গড়িয়া থেকে রুবি: সকাল ৮ টা।

২) রুবি থেকে নিউ গড়িয়া: সকাল ৮ টা।

অরেঞ্জ লাইনে শেষ মেট্রোর সময়

১) নিউ গড়িয়া থেকে রুবি: রাত ৮ টা।

২) রুবি থেকে নিউ গড়িয়া: রাত ৮ টা।

পার্পল লাইনে প্রথম মেট্রোর সময়

১) জোকা থেকে মাঝেরহাট: সকাল ৮ টা ৩০ মিনিট।

২) মাঝেরহাট থেকে জোকা: সকাল ৮ টা ৫৫ মিনিট।

পার্পল লাইনে শেষ মেট্রোর সময়

১) জোকা থেকে মাঝেরহাট: দুপুর ৩ টে ১০ মিনিট।

২) মাঝেরহাট থেকে জোকা: দুপুর ৩ টে ৩৫ মিনিট।

আরও পড়ুন: Mamata praises Police on RG Kar Vandalism: ‘এটা ভালো’, RG কর কাণ্ডে পুলিশের প্রশংসায় মমতা, ‘পুজো, শ্যুটিং- সবেই কাজ করে’

বাংলার মুখ খবর

Latest News

‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির... মাঠের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন! কোহলি-পন্তের এ কেমন মজা কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! তবে সব পরিষেবা দেবেন না, দিলেন সরকারকে ‘ওয়ার্নিং’ হাসপাতালে স্পেশাল 'বাটন', রাতে পুলিশ, কমবে বেড যন্ত্রণা, কোন ১০ নির্দেশ জারি হল? ‘‌প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’‌, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ শেষ ৯ টেস্ট ইনিংসে ৩টি শতরান, ২টি অর্ধশতরান! গল টেস্টেও দুরন্ত ছন্দে উইলিয়ামসন… 'পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না', ভোট প্রচারে হুঙ্কার মোদীর আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.