শুক্রবার বনধ ডাকা হলেও সপ্তাহের শেষ কর্মদিবসে কলকাতায় মেট্রো পরিষেবা স্বাভাবিকই থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্য কর্মদিবসে যেমন মেট্রো চালানো হয়, সেই সূচি মেনেই শুক্রবার পরিষেবা চালু রাখা হবে। যাতে পরিষেবা স্বাভাবিক রাখা যায়, সেজন্য ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া), গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ), অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে রুবি) এবং পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট), সেজন্য বাড়তি কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
কেন বনধ ডাকা হয়েছে শুক্রবার?
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তার জেরে শুক্রবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল ছ'টা থেকে শুরু হবে বনধ। চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত। যদিও প্রতিবারের মতো এবারও নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বনধের দিন জনজীবন পুরোপুরি স্বাভাবিক রাখা হবে। নামানো হবে পর্যাপ্ত সংখ্যক বাস। সেইসঙ্গে চারটি কারণ ছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়
১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট।
৩) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
ব্লু লাইনে শেষ মেট্রোর সময়
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।
তাছাড়া প্রতি শুক্রবার যেমন রাত ১০ টা ৪০ মিনিটে নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে। যা যথাক্রমে দক্ষিণেশ্বর এবং নিউ গড়িয়ায় পৌঁছাবে রাত ১১ টা ২৯ মিনিটে।
গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়
১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড: সকাল ৭ টা।
২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান: সকাল ৭ টা।
৩) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: সকাল ৭ টা ৫ মিনিট।
গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়
১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড: রাত ৯ টা ৪৫ মিনিট।
২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান: রাত ৯ টা ৪৫ মিনিট।
৩) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।
৪) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট।
অরেঞ্জ লাইনে প্রথম মেট্রোর সময়
১) নিউ গড়িয়া থেকে রুবি: সকাল ৮ টা।
২) রুবি থেকে নিউ গড়িয়া: সকাল ৮ টা।
অরেঞ্জ লাইনে শেষ মেট্রোর সময়
১) নিউ গড়িয়া থেকে রুবি: রাত ৮ টা।
২) রুবি থেকে নিউ গড়িয়া: রাত ৮ টা।
পার্পল লাইনে প্রথম মেট্রোর সময়
১) জোকা থেকে মাঝেরহাট: সকাল ৮ টা ৩০ মিনিট।
২) মাঝেরহাট থেকে জোকা: সকাল ৮ টা ৫৫ মিনিট।
পার্পল লাইনে শেষ মেট্রোর সময়
১) জোকা থেকে মাঝেরহাট: দুপুর ৩ টে ১০ মিনিট।
২) মাঝেরহাট থেকে জোকা: দুপুর ৩ টে ৩৫ মিনিট।