বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দু-একটা ছোটো ঘটনায় ট্রেন পরিষেবা বন্ধ করে দিল রেল- মমতা

দু-একটা ছোটো ঘটনায় ট্রেন পরিষেবা বন্ধ করে দিল রেল- মমতা

মঙ্গলবার যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ভবানীপুরে যদুবাবুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিলেন মমতা। ছবি সৌজন্যে পিটিআই।

বাংলায় সংশোধমিত আইন প্রয়োগ করতে দেব না। এনআরসি-ও করতে দেব না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না। দেশ বিভাজন এবং বাংলা ভাগ হতে দেব না।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি-এর বিরুদ্ধে ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ভবানীপুরে যদুবাবুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো। মিছিলে যোগ দিলেন তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় সংশোধিত আইন প্রয়োগ করতে দেব না। এনআরসি-ও করতে দেব না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না। দেশ বিভাজন এবং বাংলা ভাগ হতে দেব না।’

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এ দিন মমতা বলেন, এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন নেত্রী। তিনি বলেন, ‘অসম থেকে ত্রিপুরা সব জায়গায় আন্দোলন হচ্ছে। সেই সব আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে হবে।’

কেন্দ্রের শাসকদলকে বিঁধে তিনি বলেন, ‘বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছি। সংখ্যার জোরে আইন পাশ করানো যায়। মানুষের সমর্থন না পেলে তা কার্যকর করা যায় না।‘ এই প্রসঙ্গে তিনি নোটবন্দি প্রসঙ্গও তোলেন। মমতা বলেন, ভোটে জিততেই নোটবাতিল চালু করেছিল বিজেপি। ওই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ. অভিযোগ নেত্রীর।

মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করকেন, ‘সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি। কবে বিল পাশ হবে, তা আগে জানানো হয়নি। দিনক্ষণ না জানায় অনেক সাংসদ সেই সময় সংসদে যেতে পারেননি।‘

শুধু তাই নয়, এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হামলাকারীদের পোশাক দেখে করা সাম্প্রতিক মন্তব্যের জের টেনেও উষ্মা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘পোশাক দেখে আন্দোলনকারীকে চেনা যায়! পোশাক দেখে চিহ্নিত করা যায়, কখনও শুনিনি। দু’-একটা ছোট ঘটনা, তাতেই সব ট্রেন বন্ধ হয়ে গেল। রেলের সম্পত্তি রেলকেই রক্ষা করতে হবে।‘

বন্ধ করুন