বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Winter Update:কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে? জেলায় জেলায় দুয়ারে শীত

Winter Update:কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে? জেলায় জেলায় দুয়ারে শীত

জেলায় সকালের দিকে ভালো ঠান্ডা (PTI Photo) (PTI)

উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতবস্ত্র পরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে পুরোমাত্রায় শীত অনুভব করা যাচ্ছে। তবে হাড় কাঁপানো ঠান্ডার জন্য অপেক্ষা আরও কয়েকদিনের।

সকালে আর রাতের দিকে হালকা ঠান্ডা। কিন্তু দিনভরই কলকাতায় রোদের তাপ বেশ কড়া। কলকাতার বহু বাড়িতে এখনও ফ্য়ান চলছে। তবে সেই ভ্যাপসা গরম আর নেই। তবে শীত নিয়ে আবহাওয়া দফতর অবশ্য কিছুটা আশার কথা শোনাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু প্রশ্ন তো একটাই কলকাতায় কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা এমনটাই থাকবে। উত্তরে হাওয়াও বইতে পারে। বুধবার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। বেলাতে রোদ থাকলেও সকালে ও রাতে ঠান্ডার আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

তবে জেলাতে শীতের আমেজ অনেকটাই বোঝা যাচ্ছে। ভোরের দিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে ভালো ঠান্ডা লাগছে। তবে বেলা বাড়লে রোদের তাপ বাড়ছে। রাতে আবার ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্য়দিকে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতবস্ত্র পরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে পুরোমাত্রায় শীত অনুভব করা যাচ্ছে। তবে হাড় কাঁপানো ঠান্ডার জন্য অপেক্ষা আরও কয়েকদিনের।

 

বন্ধ করুন