বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur University: প্রাক্তনীদের আর্থিক সাহায্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল সেমিনার হল

Jadavpur University: প্রাক্তনীদের আর্থিক সাহায্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল সেমিনার হল

যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

মঙ্গলবার উপাচার্য সুরঞ্জন দাস এই সি– ৩–১০ সেমিনার হলের উদ্বোধন করেন। এছাড়াও ছিলেন সহ উপাচার্য অমিতাভ দত্ত, রেজিস্ট্রার স্নেহামঞ্জু বসু, বিভাগীয় প্রধান পার্থ ভট্টাচার্য, অন্যান্য কর্মকর্তা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৯৯৭ ব্যাচের সদস্যরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের খবর বারবার সামনে এসেছে। এই অবস্থায় প্রাক্তনীদের কাছ থেকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য করছেন প্রক্তনীরা। এবার প্রাক্তনীদের আর্থিক সাহায্য পেয়ে একটি সেমিনার হল তৈরি হল বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের ১৯৯৭ সালের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্রাক্তনীদের আর্থিক সাহায্যে এই সেমিনার হল তৈরি করা হয়েছে। ওই ব্যাচের প্রাক্তনীরা তাদের স্নাতক হওয়ার ২৫ বছর উপলক্ষ্যে ওই বিভাগকে সেমিনার হলটি তৈরি করে দিয়েছে।

মঙ্গলবার উপাচার্য সুরঞ্জন দাস এই সি– ৩–১০ সেমিনার হলের উদ্বোধন করেন। এছাড়াও ছিলেন সহ উপাচার্য অমিতাভ দত্ত, রেজিস্ট্রার স্নেহামঞ্জু বসু, বিভাগীয় প্রধান পার্থ ভট্টাচার্য, অন্যান্য কর্মকর্তা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৯৯৭ ব্যাচের সদস্যরা। মঙ্গলবার উদ্বোধন করা সুসজ্জিত সেমিনার হলটি তৈরি করতে খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। ১৯৯৭ ব্যাচের প্রাক্তনীরা একটি তহবিল তৈরি করেছে। সেই তহবিল থেকে এই অর্থ খরচ করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় তলায় এই সেমিনার হল তৈরি করা হয়েছে। আগে এই হলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাস হত। সেখানে সেমিনার হল করার প্রস্তাব দেন প্রাক্তনীরা। সেই প্রস্তাবে সম্মতি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুরোনো ক্লাসরুমটিকে সংস্কার করে নতুন হলে রূপান্তরিত করতে প্রায় ৪০ দিন সময় লেগেছে। এখন সেখানে সেমিনার, অডিয়ো ভিডিয়ো প্রদর্শন এবং আধুনিক সুবিধা সহ ১০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। উপাচার্য প্রাক্তনীদের সাহায্যে খুশি। তাঁদের সাহায্যে বিশ্ববিদ্যালয় আরও উন্নতি সম্ভব বলে তিনি জানান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন