ডাস্টবিনে ব্যাগ ফেলে যাচ্ছিলেন এক মহিলা। তা দেখে সন্দেহ হয়েছিল পুলিশের। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী রুপা দত্ত হিসেবে দাবি করেন।
শনিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় টহলদারির সময় পুলিশকর্মীরা দেখতে পান, এক মহিলা ডাস্টবিনে ব্যাগ ফেলে চলে যাচ্ছেন। তা দেখে সন্দেহ হয়। ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন, তা জানতে চাওয়া হয়। কোনও সদুত্তর দিতে পারেননি ওই মহিলা। তারপর তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তাতে দেখা যায়, মহিলার ব্যাগে একাধিক মানিব্যাগ আছে। তাতে প্রচুর টাকাও আছে। মানিব্যাগে আছে কয়েক হাজার টাকা। সবমিলিয়ে ব্যাগ থেকে ৭৫,০০০ টাকা উদ্ধার করে পুলিশ।
ওই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। কীভাবে সেই মানিব্যাগ এবং টাকা এল, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। যদিও জিজ্ঞাসাবাদের মুখে পড়ে মহিলা জানান, বইমেলায় কেপমারি করছিলেন তিনি। এটা অবশ্য প্রথম নয়, বরং মেলা, বড় অনুষ্ঠানে পকেট সাফ করে বেড়াতেন। কলকাতা বইমেলায় একই কাজ করছিলেন। সেইসঙ্গে মহিলা দাবি করেন, তিনি বলিউডের অভিনেত্রী রুপা দত্ত।
ইতিমধ্যে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (রবিবার) তাঁকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, মহিলার থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। তাতে কেপমারির বিভিন্ন তথ্য লেখা আছে। কবে কত টাকা হাতিয়েছেন, সেই টাকা কোথায় খরচ করেছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে ডায়েরিতে লেখা আছে।