বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Accident: কোনদিকে যাবে? দ্রুত যাওয়ার সময় দোনামোনা, মা ফ্লাইওভারে ওলটাল গাড়ি, আহত মহিলা

Kolkata Accident: কোনদিকে যাবে? দ্রুত যাওয়ার সময় দোনামোনা, মা ফ্লাইওভারে ওলটাল গাড়ি, আহত মহিলা

মা উড়ালপুলে পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি

দুর্ঘটনাটি ঘটেছে আজ দুপুর তিনটে নাগাদ। মা উড়ালপুলে পাক সার্কাস মোড়ে নামার সময় রাস্তা দুটি ভাগ রয়েছে। একটি এজিসি বোস রোডের দিকে যাওয়ার এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ের দিকে নামার। মহিলা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সম্ভবত বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন।

দুর্ঘটনা মা উড়ালপুলে। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় উলটে গেলে একটি গাড়ি। রাস্তার ডিভাইডারে দ্রুত গতিতে ধাক্কা মারার ফলে গাড়িটি উলটে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মহিলা। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে আজ দুপুর তিনটে নাগাদ। মা উড়ালপুলের পাক সার্কাস মোড়ের দিকে নামার সময় রাস্তা দুটি ভাগ রয়েছে। একটি এজেসি বোস রোডের দিকে যাওয়ার এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ের দিকে নামার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সম্ভবত বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উলটে যায়। পাশ দিয়ে যাচ্ছিল একটি মোটরবাইক। সেই মোটরবাইকটিও উলটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই মহিলাকে গাড়ির কাঁচ ভেঙে বাইরে বের করা হয়। বাইক চালকের আঘাতও গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ গাড়ির ভিতরেই আটকে ছিলেন ওই মহিলা। দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে বেশ কিছুক্ষণ ধরে যানজট দেখা দেয়। পরে গাড়িটি সরিয়ে হলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, দুর্ঘটনার পর খবর দেওয়া হয় মহিলার পরিবারকে। 

প্রসঙ্গত, মা উড়ালপুলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সপ্তাহখানেক আগেই বা উড়ালপুলে উলটে গিয়েছিল একটি অ্যাপ বাইক। ঘটনায় বাইক আরোহী এবং চালক দুজনেই আহত হয়েছিলেন। সেক্ষেত্রে বাইকটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। এছাড়াও, গত ডিসেম্বর মাসেই ফের মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছিল। বেপরোয়া মদ্যপ চালকদের জয় রাইডের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ভোর ৫টা নাগাদ সল্টলেকের দিক থেকে প্রবল গতিতে একটি গাড়ি পার্ক সার্কাসের কাছে মা উড়ালপুলের ফ্ল্যাঙ্কে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরেছিল। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্ট সমেত ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়েছিল গাড়িটি। দুর্ঘটনায় চালক-সহ গাড়ির মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছিলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score