কলকাতায় আবর্জনার স্তূপে উদ্ধার কাটা মুন্ডু। শুক্রবার সকালে এই ঘটনায় দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পদস্থ পুলিশ আধিকারিকরা। মুন্ডুটি শনাক্তকরণের কাজ চলছে। সঙ্গে শুরু হয়েছে দেহের খোঁজও।
দক্ষিণ কলকাতার গলফ গ্রিন এলাকায় শুক্রবার সকাল ৭টা নাগাদ একটি ময়লার স্তূপ পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা। তখনই একটি প্লাস্টিকের প্যাকেটে মোড়া একটি মুন্ডু দেখতে পান তাঁরা। প্রথমে সেটিকে নকল মুন্ডু বলে মনে করলেও প্লাস্টিক ফাঁকা করতেই ভুল ভাঙে। দেখা যায় মুন্ডুটি একটি মহিলার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ আধিকারিরা পৌঁছন ঘটনাস্থলে। পৌঁছন ডেপুটি কমিশনার বিদিশা কলিতা। এর পর মুন্ডুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
মুন্ডুটি কার তা এখনও জানা যায়নি। মুন্ডুটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সঙ্গে দেহ কোথায় গেল তারও সন্ধান শুরু হয়েছে। খাস কলকাতায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নজর এড়িয়ে অভিজাত এলাকায় কীভাবে একজন মুন্ডু ফেলে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।