বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার আগেই ট্র্যাকে ঝাঁপ মহিলার, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ

প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার আগেই ট্র্যাকে ঝাঁপ মহিলার, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ

মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। প্রতীকী ছবি

রবিবার যাত্রীর চাপ কম থাকায় ভিড় কম ছিল মাস্টারদা সূর্যসেন স্টেশনে। বেলা সাড়ে তিনটে নাগাদ আচমকা ওই মহিলা ট্রাকে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি মোটরম্যান মেট্রো থামিয়ে দেন। তখন কর্তব্যরত আরপিএফ গিয়ে ওই মহিলাকে রক্ষা করেন।

প্ল্যাটফর্মে মেট্রো ঢোকার ঠিক আগের মুহূর্তে ট্রাকে ঝাঁপ দিলেন এক মহিলা। তড়িঘড়ি জরুরী ব্রেক কোষে মেট্রো থামিয়ে দিলেন মোটরম্যান। কোনওভাবে প্রাণে বাঁচলেন মাঝবয়সী ওই মহিলা। গতকাল ঘটনাটি ঘটেছে মাস্টারদা সূর্যসেন স্টেশনে । মেট্রোর তরফে জানানো হয়েছে, আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিলেন ওই মহিলা। মোটরম্যানের তৎপরতার জন্য তাকে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

মেট্রো সূত্রের খবর, রবিবার যাত্রীর চাপ কম থাকায় ভিড় কম ছিল মাস্টারদা সূর্যসেন স্টেশনে। বেলা সাড়ে তিনটে নাগাদ আচমকা ওই মহিলা ট্রাকে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি মোটরম্যান মেট্রো থামিয়ে দেন। তখন কর্তব্যরত আরপিএফ গিয়ে ওই মহিলাকে রক্ষা করেন। আরপিএফ এবং মেট্রো স্টেশনের আধিকারিকরা মহিলাকে উদ্ধার করে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যান। আধিকারিকরা সেখানে ওই মহিলার কাছে কারণ জানতে চাইলে তিনি জানান, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। এই ঘটনা ঘটে দমদমগামী আপ লাইনে। তবে মহিলাকে তড়িঘড়ি রক্ষা করার ফলে মেট্রো চলাচল ব্যাহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই মেট্রো পরিষেবা সচল হয়েছে।

অন্যদিকে, মহিলার কাছ থেকে এই বিষয়টি জানার পরে বাঁশদ্রোণী থানায় ফোন করেন মেট্রোর আধিকারিকরা। খবর পেয়ে সেখানে পৌঁছায় বাঁশদ্রোণী থানার পুলিশ। সেই সঙ্গে পরিবারের সদস্যদেরও জানানো হয়। তারাও সেখানে এসে পৌঁছায়। ওই মহিলাকে বাঁশদ্রোণী থানার হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, মেট্রোয় আত্মহত্যা বন্ধ করার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে বেশি সংখ্যায় মোতায়েন করা হয়েছে আরপিএফ। তাছাড়া সিসিটিভির মাধ্যমে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.