বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Girl walking on Kolkata Metro track: আচমকা মেট্রোর লাইন ধরে হাঁটা শুরু তরুণীর! ময়দান ও পার্কস্ট্রিটের মধ্যে হুলুস্থুল

Girl walking on Kolkata Metro track: আচমকা মেট্রোর লাইন ধরে হাঁটা শুরু তরুণীর! ময়দান ও পার্কস্ট্রিটের মধ্যে হুলুস্থুল

আচমকা মেট্রোর লাইন ধরে হাঁটা শুরু তরুণীর! ময়দান ও পার্কস্ট্রিটের মধ্যে হুলুস্থুল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Kolkata Metro)

কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে ময়দান এবং পার্কস্ট্রিট স্টেশনের মধ্যে লাইন ধরে হাঁটছিলেন এক তরুণী। তাঁকে উদ্ধার করা হয়েছে। বরাতজোরে কোনও বিপদ ঘটেনি। তাঁকে পার্কস্ট্রিট স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

ময়দান এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যে লাইন ধরে হাঁটছিলেন এক তরুণী। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ, ব্লু লাইন)। যদিও বরাতজোরে কোনও বিপদ ঘটেনি। ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যদিও কীভাবে সকলের নজর এড়িয়ে ওই তরুণী মেট্রো ট্র্যাকে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্টেশনে আরপিএফ কর্মীরা থাকেন। আছে সিসিটিভি। তারপরও কীভাবে ওই তরুণী লাইনে নেমে গেলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

কীভাবে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে?

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রাত ৯ টা ৫ মিনিটে এক মোটরম্যান (ডাউন লাইনে যাচ্ছিলেন) খবর দেন যে ময়দান এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যে আপ লাইন ধরে হাঁটছেন এক তরুণী। সেই খবর পেয়ে সঙ্গে-সঙ্গেই আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাঁচ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় তাঁকে। তারপর ফের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। আর রাত ৯ টা ৩২ মিনিট থেকে দু'লাইনেই পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক।

আরও পড়ুন: Pre-Puja Special Kolkata Metro Timetable: পুজোর আগে শনি ও রবিতে লাফিয়ে বাড়ছে মেট্রোর সংখ্যা! কতক্ষণ চলবে? রইল টাইমটেবিল

কোন স্টেশন থেকে লাইনে নেমে যান তরুণী? 

তবে ওই তরুণী কীভাবে দুটি স্টেশনের মধ্যবর্তী লাইনে নেমে হাঁটতে শুরু করে দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি ময়দান স্টেশন থেকে লাইনে নেমে গিয়েছিলেন নাকি পার্কস্ট্রিট স্টেশন থেকে লাইনে নেমে গিয়েছিলেন কিনা, তা নিয়ে আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে তরুণীকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Metro new App: পুজোর আগে বড় খবর! এবার স্টেশন পৌঁছনোর আগেই কাটা যাবে মেট্রোর টিকিট, মেয়াদ ১২ ঘণ্টা, এল 'অ্যাপ'

বরাতজোরে রক্ষা

সংশ্লিষ্ট মহলের মতে, ওই তরুণী আপ লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া লাইন) ছিলেন বলে বড়সড় বিপদ হয়নি। ভাগ্যবশত ডাউন লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে যাওয়া লাইন) দিয়ে যাওয়া মেট্রোর মোটরম্যানের নজরে পড়ে যাওয়ায় ওই তরুণীর প্রাণরক্ষা পেয়েছে। আপ লাইনে কোনও মেট্রো না আসায় থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন যেহেতু অটো-কাটের ব্যবস্থা আছে, তাই মেট্রো এলে তবেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ আসে। ফলে আপ লাইনে তখন বিদ্যুৎ ছিল না। সেইসঙ্গে যে মোটরম্যান ওই তরুণীকে দেখেছেন, তাঁর তৎপরতারও প্রশংসা করেছে সংশ্লিষ্ট মহল। 

আরও পড়ুন: Sealdah to Esplanade Metro: বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

রাত পোহালে মহাষ্টমীর সন্ধিপুজো, ১০৮ পদ্ম লাগে মায়ের চরণ সাজাতে, চাপে উদ্যোক্তারা এবার ৩৫০০০ কোটিতে ভারতেই তৈরি হবে ২ পারমাণবিক সাবমেরিন, অনুমোদন কেন্দ্রের মুলতানের মাটিতে পাকিস্তানকে কচুকাটা! ৩৫তম শতরান করে রুট বলছেন,'এখনই থামব না'… ছুটি বাতিল হয়েছে জেলা পুলিশেরও, নারী নিরাপত্তায় নামছে ড্রোন, সিসি ক্যামেরায় নজর ছোট্ট মেয়ের কষ্ট মুছল কলকাতা হাইকোর্ট, বাবা–মাকে এক করতেই দুর্গাপুজো জমজমাট ‘অনশন মঞ্চ থেকে ফিরে, ব্রেকফাস্ট দাও বলতে…’! শ্রীলেখা লেখায় হাসির ধুম, এল জবাবও ফের কাছাকাছি! ভালোবাসার মানুষকে চিয়ার করতে এলেন খুশি, নেটিজেনরা বলছে ‘সো সুইট’ মহাসপ্তমীর 'কলা বৌ স্নান', নদী-পুকুর ঘাটে বিশেষ মুহূর্ত ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.