বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নেশামুক্তি কেন্দ্রের ছাদ থেকে পড়ে মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

নেশামুক্তি কেন্দ্রের ছাদ থেকে পড়ে মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। (প্রতীকী ছবি)

যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

রোদ পোহাতে গিয়ে নেশা মুক্তি কেন্দ্রের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার হরিদেবপুরের ওই নেশা মুক্তি কেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। নেশা মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে এই ঘটনায় বছর ৩১ এর ওই যুবকের ঝাঁপ দেওয়ার কথা জানানো হলেও সেই দাবি অবশ্য মানতে চাননি পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে অনির্বাণকে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে এ নিয়ে তারা থানায় অভিযোগ জানাবেন বলে জানা যাচ্ছে।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার নেশা মুক্তি কেন্দ্রের দোতলার ছাদ থেকে পড়ে যায় অনির্বাণ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নেশা মুক্তি কেন্দ্র থেকে এনিয়ে ফোন পাওয়ার পরেই হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা অনির্বাণকে মৃত ঘোষণা করেন। অনির্বাণের বাবা সঞ্জয় ভট্টাচার্য রেলে কাজ করতেন। অবসর নেওয়ার পর এখন তিনি বাড়িতেই রয়েছেন। এরইমধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অনির্বাণ। কোনও ভাবেই তার নেশা ছাড়ানো সম্ভব হচ্ছিল না। তাই ছেলেকে তিনি হরিদেবপুরের ওই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করেন।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গত সপ্তাহে অনির্বাণের সঙ্গে নেশা মুক্তি কেন্দ্রে গিয়ে দেখা করে এসেছেন তার বাবা। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে অনেক কথা হয়েছিল। সেখানে থাকার পর অনির্বাণ কিছুটা স্বাভাবিক হয়ে উঠছিল বলে দাবি পরিবারের। এই অবস্থায় একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোকে মুহ্যমান অনির্বাণের পরিবার।

তারা অভিযোগ করেছেন, যেভাবে অনির্বাণের দেহ রাস্তায় পড়েছিল তাতে মনে হচ্ছে না যে সে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। তাছাড়া, অনেকটাই সুস্থ হয়ে উঠছিল অনির্বাণ। ফলে নেশা মুক্তি কেন্দ্রের ঝাঁপ দেওয়ার দাবি মেনে নিতে চাইছেন না তারা। ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে বলেই তারা অভিযোগ করছেন।একইসঙ্গে নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে কর্তব্যে অভিযোগ তুলেছেন তারা।

অন্যদিকে, নেশা মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শ্বাস্বতী মন্ডল জানিয়েছেন, ' শীতকালে রোদ পোহানোর জন্য অনির্বাণকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল। সঙ্গে একজন সহায়ক ছিলেন। তবে সহায়কের চোখ অনির্বাণের ওপর থেকে সরতেই সে ছাদের রেলিংয়ে উঠে ঝাপ দেয়।'

বাংলার মুখ খবর

Latest News

ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.