বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Golf Green: খাস কলকাতায় পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ, তদন্তে নামল লালবাজার

Golf Green: খাস কলকাতায় পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ, তদন্তে নামল লালবাজার

মৃত দীপঙ্কর সাহা

দীপঙ্কররা তিন ভাই, এক বোন। দীপঙ্কর সাহার বিবাহবিচ্ছেদ হয়েছিল। আগে পুদুচেরিতে কাপড়ের দোকানে কাজ করতেন। দেশে ফিরে এসে এখানে কাপড়ের ব্যবসা শুরু করেন। কিন্তু সেটি বেশিদিন চলেনি। বন্ধ হয়ে যায়। তারপর তিনি পারিবারিক স্টেশনারি দোকানে বসতেন।

খাস কলকাতায় পুলিশের মারধরে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গলফগ্রিন থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যুবক দীপঙ্কর সাহার পরিবারের অভিযোগে তোলপাড় মহানগরী। শুক্রবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের (এসএসডি) কাছে পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত দীপঙ্কর সাহার (৩৪) পরিবারের সদস্যরা।

ঠিক কী অভিযোগ পরিবারের?‌ দীপঙ্কর সাহার বাড়ি গল্ফগ্রিন থানা এলাকার আজাদগড়ে। তাঁর পরিবারের অভিযোগ, গত রবিবার দীপঙ্করকে তুলে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। বেদম মারধর করে তাঁকে ছেড়ে দেয়। জখম অবস্থায় বাড়ি ফিরলে বৃহস্পতিবার রাতে অবস্থা খারাপ হয়। তখন এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপঙ্করকে। সেখানেই শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে। দিলীপ সাহা এবং আরতি সাহার ছোট ছেলে দীপঙ্কর।

পুলিশের ভূমিকা ঠিক কী?‌ লালবাজার সূত্রে খবর, একজন ডেপুটি কমিশনার গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। মারধরে মৃত্যুর প্রমাণ মিললে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিন চিকিৎসকের নেতৃত্বে গড়া একটি দল এসএসকেএম হাসপাতালে দীপঙ্করের দেহের ময়নাতদন্ত করে। যার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর জন্য এই আঘাত যথেষ্ট নয়। এই আঘাতের চিহ্ন দুই থেকে তিনদিনের পুরনো। হৃদপিন্ডে–ফুসফুসে সমস্যা ছিল, ফ্যাটি লিভার। ভিসেরা ও হিস্টো–প্যাথলজিক্যাল রিপোর্ট পেলে জানা যাবে সঠিক মৃত্যুর কারণ বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ দীপঙ্কররা তিন ভাই, এক বোন। দীপঙ্কর সাহার বিবাহবিচ্ছেদ হয়েছিল। আগে পুদুচেরিতে কাপড়ের দোকানে কাজ করতেন। দেশে ফিরে এসে এখানে কাপড়ের ব্যবসা শুরু করেন। কিন্তু সেটি বেশিদিন চলেনি। বন্ধ হয়ে যায়। তারপর তিনি পারিবারিক স্টেশনারি দোকানে বসতেন। মা আরতি দেবী বলেন, ‘ছেলে আর ফিরবে না। তবে ভবিষ্যতে যাতে কোনও মায়ের কোল এভাবে খালি না হয় তাই জন্য দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’

বাংলার মুখ খবর

Latest News

দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান শনির নক্ষত্র পরিবর্তনে শশ রাজযোগ, এবার দীপাবলিতে এই ৫ রাশি হবে লক্ষ্মীর কৃপাধন্য দুধে মেশান এই ৬ জিনিস, উপকার পাবেন দ্বিগুণ! ডিজিট্যাল যুগে ১২৫৭ রেডিয়ো সংগ্রহ করে, বিশ্ব রেকর্ড 'রেডিও ম্যান'-এর IND-w vs NZ-w Live: সুজি বেটসের জোড়া বাউন্ডারিতে লড়াই শুরু নিউজিল্যান্ডের টালিগঞ্জে অটোচালক–যাত্রীর মারামারি, ভাড়া নিয়ে বিবাদে রক্তারক্তি, গ্রেফতার যাত্রী পুজোয় সমুদ্রসৈকতে ভ্রমণের ইচ্ছে ? দীঘা, মন্দারমণির বদলে যেতে পারেন এখানে পুজোয় ফের ডেঙ্গির আশঙ্কা, প্যান্ডেল হপিংয়ের মাঝেও নিজেকে সুস্থ রাখুন এভাবে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেপথ্য কারিগর রাজনীতিকরাই! দাবি বিএনপি নেতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.