কর্মক্ষেত্রে ধর্ষণের শিকার পুরুষ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে। অভিযোগ, এলাকারই বাসিন্দা এক যুবককে ধর্ষণ করেছেন সংস্থার মালিক শুভজিৎ সরকার। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কী ধারা দেবে তাই ঠিক করে উঠতে পারছে না পুলিশ।
বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের বাসিন্দা ২৬ বছর বয়সী ওই যুবকের বাবার অভিযোগ, সম্প্রতি একটি বাড়ি রং করার সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন তাঁর ছেলে। সংস্থার মালিক শুভজিৎ সরকার ও আরও কয়েকজন মিলে ছেলেকে ধর্ষণ করেছে। এর পর থেকে হতাশায় ভুগতে শুরু করেছে যুবক। সম্প্রতি বাঁশদ্রোণী থানায় অভিযোগ জানান যুবকের বাবা। এর পর শুরু হয় আরেকপ্রস্থ বিভ্রান্তি। অভিযুক্তের বিরুদ্ধে কী ধারা দেবেন তাই ঠিক করে উঠতে পারছিলেন না পুলিশ আধিকারিকরা।
ভারতীয় দণ্ডবিধিতে পুরুষের ওপর যৌন নির্যাতন বা ধর্ষণ প্রতিরোধে কোনও আইন নেই। একমাত্র ৩৭৭ ধারায় গুহ্যসঙ্গমের কথা উল্লেখ রয়েছে। আপাতত সেই ধারাতেই মামলা রুজু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। সঙ্গে ৩৪১ (জোর করে আটকে রাখা), ৩৭৭ (প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সম্পর্ক), ৩৪ ও ৫০৬ ধারা যোগ করেছে।
ঘটনায় নির্যাতিত যুবককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর গোপন জবানবন্দি নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।