দুর্গাপুজো ২০২৪ আসতে এখন এক মাসেরও কম সময় রয়েছে। তবে দুর্গাপুজোর আসার আগে যে আবহ বাংলা জুড়ে দেখা যেত, তার থেকে এবারের ছবিটা আলাদা। অনেকেই বলছেন, যে ভিড় এই সময় দুর্গাপুজোর বাজারের জন্য অন্যান্যবারে হত রাস্তা ঘাটে, সেই ভিড় যেন একযোগে মিশে গিয়েছে আরজি কর-এ মৃতার ‘জাস্টিসের’ দাবিতে চলা মিছিলে। এই আবহে ‘উৎসবে ফেরার’ ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, এই পরিস্থিতিতে কুণাল ঘোষ গিয়েছিলেন কুমোরটুলিতে। সেখানে প্রতিমা গড়ার কাজ এই মুহূর্তে তুঙ্গে। এই কুমোরটুলির সফরের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন বড় বার্তা।
কুমোরটুলিতে এদিন কুণাল ঘোষ যেতেই, সেখান থেকে তিনি একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখা,' দুর্গাপ্রতিমা তৈরির কাজ দেখতে গিয়েছিলাম। রামমোহন সম্মিলনীর সঙ্গে। শিল্পী পরিমল পালের শিবিরে। RGKarএ ন্যায়বিচার হোক। সঙ্গে পুজোও হোক। পুজোঅর্থনীতি সচল থাকুক। পুজোর কর্মযজ্ঞে কোনো গরীব খেটে খাওয়া পরিবারের মুখে হাসি ফোটাটাই উৎসবের আলো। এই আলো থেকে কাউকে বঞ্চিত রাখা বাঞ্ছনীয় নয়।'
উল্লেখ্য, কুমোরটুলিতে বৃহস্পতিবার গিয়ে প্রতিমা তৈরির কাজ ঘুরে দেখলেন কুণাল ঘোষ। কথা বলেন মৃৎ শিল্পীদের সঙ্গে। প্রসঙ্গত, উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর খুবই ঘনিষ্ঠ কুণাল ঘোষ। আর সেই পুজো কমিটির সঙ্গেই তিনি এদিন ঘুরে দেখলেন কুমোরটুলির কাজ। সেই কুমোরটুলি থেকেই তাঁর ডাক, আরজি কর কাণ্ডেও ন্যায় বিচার হোক সঙ্গে পুজোও হোক। যাতে দুর্গাপুজো ঘিরে অর্থনৈতিক প্রবাহ আটকে না যায়, তার আর্জি নিয়ে কুণাল ঘোষ লেখেন,'গরীব খেটে খাওয়া পরিবারের মুখে হাসি' ফোটানের উদ্দেশে এই 'পুজোও হোক' এর ডাক কুণাল ঘোষের। প্রসঙ্গত, পুজোর সময় বহু মৃৎশিল্পী, প্যান্ডেল সজ্জা শিল্পীদের বেশ কিছুটা ব্যস্ততায় সময় কাটে। অনেকের কাছে আলাদা করে কাজের সুযোগ আসে, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে কুণাল ঘোষের এই পোস্ট।
উল্লেখ্য, গত ৯ অগস্ট ব্যস্ত শহর কলকাতার তাবড় হাসপাতাল আরজি কর-এর অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। এই মৃত্যুতে পাশবিক ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে। মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের পড়ুয়ারা। এরপর থেকে ডাক্তারদের সেই আন্দোলন কার্যত গণ আন্দোলনের রূপ নিয়েছে। হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের কাছ থেকে এই বিষয়টির মামলা যায় সিবিআইয়ের হাতে। ঘটনার পর ১ মাস কেটে গেলেও, এখনও পর্যন্ত এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি। যদিও আরজি কর ঘিরে দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।