বাংলা নিউজ > বাংলার মুখ > Mamata Banerjee reacts on SSC Scam: 'সবাই সাধু বলছি না', নাম না করে পার্থকাণ্ডে বললেন মমতা, ‘ভোগের রাজনীতি করি না’

Mamata Banerjee reacts on SSC Scam: 'সবাই সাধু বলছি না', নাম না করে পার্থকাণ্ডে বললেন মমতা, ‘ভোগের রাজনীতি করি না’

মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee reacts on SSC Scam: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একবারও পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুখে আনলেন না। তবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় নিজের কাঁধ থেকে পুরোপুরি দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অবস্থান বজায় রেখে মমতা বললেন, আদালতে যদি প্রমাণিত হয়, তাহলে কারও যাবজ্জীবন সাজা হোক। তাতে কোনও আপত্তি নেই। 

সোমবার বঙ্গ-সম্মান প্রদানের মঞ্চে ‘দুঃখপ্রকাশ’ করে মমতা বলেন, ‘ভোগ করার জন্য রাজনীতি করিনি। আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, কারণ আমার একটা ধারণা ছিল যে রাজনীতি মানে ত্যাগ, দেশসেবা, মানুষকে ভালোবাসা। এই (শিক্ষা) আমার বাবা এবং মায়ের থেকে পেয়েছিলাম। টিচারদের থেকেও পেয়েছিলাম। কিন্তু বলুন তো, স্কুলে কি সব পড়ুয়ারা কি একরকম হয়? হলে যাঁরা এসেছেন, তাঁরা কি একরকম জামা পরে এসেছেন? পার্থক্য তো থাকবেই।' সঙ্গে তিনি বলেন, ‘অন্যায়কে সাপোর্ট আমি করি না, ভুল বুঝবেন না। দুর্নীতিকে সাপোর্ট করা আমার জীবনের নেশা তো নয়, পেশাও নয়….আমি আজ সত্যিই দুঃখিত, মর্মাহত, শোকাহত কয়েকটি রাজনৈতিক দলের আচরণে।’

(বিস্তারিত পরে আসছে)

বন্ধ করুন