বাংলা নিউজ > বাংলার মুখ > ভোটে হেরে নন্দীগ্রামে হিন্দুদের উপর প্রতিশোধ নিয়েছিল মমতার এজেন্ট সুফিয়ান: CBI

ভোটে হেরে নন্দীগ্রামে হিন্দুদের উপর প্রতিশোধ নিয়েছিল মমতার এজেন্ট সুফিয়ান: CBI

নন্দীগ্রামে মমতা (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

তদন্ত সংস্থা বলেছে যে ভোটের পর ‘বিজেপিকে ভোট দেওয়া হিন্দুদের শিক্ষা দিতে’ অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন সুফিয়ান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোলিং এজেন্ট শেখ সুফিয়ান ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরাজয়ের জন্য হিন্দুদের উপর প্রতিশোধ নিয়েছিলেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া নথিতে শেখ সুফিয়ানের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে। মমতা নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। এবং তারপরই নাকি শেখ সুফিয়ান নন্দীগ্রামে হিন্দুদের উপর অত্যাচার চালান।

তদন্ত সংস্থা বলেছে যে ভোটের পর ‘বিজেপিকে ভোট দেওয়া হিন্দুদের শিক্ষা দিতে’ অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন সুফিয়ান। এরপরে স্থানীয় গ্রামবাসীদের উপর হিংসাত্মক হামলা চালিয়েছিলেন তিনি। যার জেরে মৃত্যু হয়েছিল দেবব্রত মাইতির।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি পর্যন্ত শেষ সুফিয়ানকে সাময়িক স্বস্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগে গতবছর নভেম্বরেই শেখ সুফিয়ানকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি নন্দীগ্রামে হিংসা মামলায় অভিযুক্ত তৃণমূল নেতার আগাম জামিনের আবেদনও খারিজ করা হয়েছিল। এই জোড়া ধাক্কা খাওয়া সুফিয়ান এবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা সুফিয়ানের আবেদন গৃহীত হয় সুপ্রিম কোর্টে। ৩১ জানুয়ারি সেই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন সিবিআই হলফনামা পেশ করে অভিযোগ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোলিং এজেন্ট শেখ সুফিয়ান নির্বাচনী পরাজয়ের জন্য হিন্দুদের উপর প্রতিশোধ নিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৩ মে নন্দীগ্রাম-১ ব্লকের চিল্লগ্রামের বাসিন্দা, বিজেপি কর্মী দেবব্রত মাইতির উপর হামলা করা হয়৷ একইসঙ্গে, তাঁর দলীয় সহকর্মীদের বাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়৷ ঘটনায় গুরুতর জখম দেবব্রতকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে তমলুক জেলা হাসপাতাল এবং সেখান থেকে কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি৷ ১৩ মে মৃত্যু হয় দেবব্রত মাইতির।

বন্ধ করুন