বাগুইআটিতে বিউটিপার্লারের মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য শহরে। জানা গিয়েছে, নিহত অভিষিক্তা দে বিবাহিতা ছিলেন। তাঁর বিয়ে হয় ৭ বছর আগে। পেশায় বিউটি পার্লারের কর্মী অভিষিক্তার মৃত্যুর খবর পেতেই তদন্তে নামে পুলিশ। ৪ ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই ধৃত যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অভিষিক্তার।
সাত বছর আগে বিয়ে। তিন বছর আগে জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। তবে সন্তান সম্প্রতি মহিলার বাবার বাড়িতে রয়েছেন। এদিকে, বাগুইআটিতে অভিষিক্তা থাকতেন তাঁর স্বামীর সঙ্গে। শুক্রবার সকালে মহিলার স্বামী বাড়ি ফেরেন ৯ টা নাগাদ। তিনি জানান, স্ত্রী সেই সময় বাড়িতেই ছিলেন। এরপর সাড়ে ১১ টা নাগাদ স্ত্রীকে ফোন করেন তিনি। ফোন বেজে যায়। এরপর বেলা ১২ টার পর থেকে দফায় দফায় ফোন করেন তিনি। তখনও একই ঘটনা। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। কয়েকবার ধাক্কা দিয়েও সাড়া মেলেনি। এরপর, মহিলার স্বামীর কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে তিনি দরজা খোলেন। ঘরে ঢুকেই দেখেন, পড়ে রয়েছে তাঁর স্ত্রীর নিথর দেহ। আর কোনও দিন না ভেবেই খবর দেন পুলিশে। বাগুইআটি থানার পুলিশ এসেই মহিলার জেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। এদিকে, পুলিশের কাছে মহিলার স্বামী জানান জনৈক কৌশিক সাহার বিষয়ে। তাঁর স্বামী জানান, কৌশিক সাহা মহিলার ফেসবুক ফ্রেন্ড। কাল বিলম্ব করেনি পুলিশ। বাড়ির লাগোয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা। এরপরই শুরু হয় মোবাইল টাওয়ার লোকেশন খোঁজার পালা। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে নাগেরবাজারের মুড়াগাছা থেকে কৌশিক সাহাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, কৌশিকের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
এদিকে, ডিসি বিধানননগর এয়ারপোর্ট জোন, ঐশ্বর্য সাগর জানিয়েছেন, পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত কৌশিক। সে জানিয়েছে, অভিষিক্তার স্বামী বেরিয়ে যাওয়ার পর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কথা কাটাকাটির মাঝে মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে খবর। কৌশককে জেরা করে পুলিশ জানতে পেরেছে। মহিলার সঙ্গে কৌশিকের আলার ৭ থেকে ৮ মাস আগে। সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর বিবাহিতা অভিষিক্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কৌশিক। ৪-৫ মাস আগে কালীঘাটে তাঁরা বিয়েও করেছেন বলে শোনা যাচ্ছে। সেই বিয়ে অভিষিক্তা মানতে না চাওয়াতেই এই খুন বলে মনে করা হচ্ছে। আপাতত ধৃতকে ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।