বিজেপি নেত্রীর গাড়ির চালক পরিচয় দিয়ে বিভিন্ন জনের থেকে টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে আশিস চক্রবর্তী নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বিপুল টাকা নিয়ে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ ছিল। তবে শেষরক্ষা হয়নি। পুলিশের তৎপরতায় অভিযুক্ত গ্রেফতার হয়। তবে, এর আগে ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
জানা যাচ্ছে, বিজেপি নেত্রীর গাড়ির চালক বলে নিজেকে পরিচয় দিতে থাকতেন ওই অভিযুক্ত আশিস চক্রবর্তী। বিভিন্ন জনের থেকে টাকা তিনি নিয়েছিলেন বলে অভিযোগ। সেইভাবেই নারকেলডাঙার বাসিন্দা দীপ সাউয়ের থেকে আশিস চক্রবর্তী কিছু টাকা ধার নিয়েছিলেন। এরপর টাকা চাইতেই শুরু হয় বিপত্তি। সেই সময়, দীপ টাকা চাওয়ায় তাঁকে পাল্টা হুমকি দিতে থাকে আশিস বলে অভিযোগ। চলে ভয় দেখানোর পালা। ফলে জটিলতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে দীপ সাউ আত্মহত্যার রাস্তা বেছে নেয়। এদিকে, আশিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে দীপের পরিবার। তাঁদের অভিযোগ, দীপের আত্মহত্যার প্ররোচনায় দায়ী আশিস। তারা পুলিশের দ্বারস্থ হয়। দীপ সাউয়ের আত্মহত্যায় আশিস চক্রবর্তী গ্রেফতার হয়েছে।
এদিকে, যে বিজেপি নেত্রীর গাড়ির চালক বলে আশিস সকলকে নিজের পরিচয় দিয়েছে, সেই বিজেপি নেত্রী জানিয়েছেন, একটা সময় তাঁর গাড়ি চালাতেন আশিস। তবে আশিসের বিরুদ্ধে বিভিন্ন জনের থেকে টাকা ধার নেওয়া সংক্রান্ত নানান অভিযোগ আসছিল। সেটি জানতে পেরেই আশিসকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে গ্রেফতারির আগে, আশিস গা ঢাকা দিয়েছিল বলে খবর। তবে লুকিয়ে পড়ার যাবতীয় চেষ্টা করলেও, শেষ রক্ষা হয়নি। শেষে পুলিশ গ্রেফতার করেছে আশিসকে। বুধবার রাতে আশিস গ্রেফতার হয়। গোটা ঘটনা ঘিরে নারকেলডাঙা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।