বাংলা নিউজ > বাংলার মুখ > Wire falls on man in Kharagpur Station: খড়গপুর স্টেশনে টিকিট পরীক্ষকের ওপর আচমকা পড়ল বিদ্যুতের তার! এরপর?

Wire falls on man in Kharagpur Station: খড়গপুর স্টেশনে টিকিট পরীক্ষকের ওপর আচমকা পড়ল বিদ্যুতের তার! এরপর?

খড়গপুর রেলস্টেশনে বিদ্যুতের তার পড়ে ভয়াবহ কাণ্ড।

ঘটনার কেন্দ্রে একটি ওভারহেডের তার রয়েছে বলে জানা গিয়েছে। মূলত ওভারহেডের তারগুলিতে ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ থাকে। মনে করা হচ্ছে, সেই তারে কাক বসার পর কোনও কারণে তারের একাংশ ছিঁড়ে যায়। কাক বসার জেরেই তারটি ছেঁড়ে বলে ধারণা করা হচ্ছে। তখনই ওই অংশের তার গিয়ে পড়ে টিকিট পরীক্ষকের ওপর। মুহূর্তে তিনি তড়িদাহত হন। মুহূর্তে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়।

এমন ঘটনার দৃশ্য স্বভাবতই শিউরে উঠতে বাধ্য করে। খানিকটা ‘শুকনো বিপদ’ এর প্রসঙ্গই উঠে আসে এই ঘটনা থেকে। ঘটনা খড়গপুর রেলস্টেশনের। সেখানে ২ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক টিকিট পরীক্ষককে দেখা যায় অন্য এক টিকিট পরীক্ষকের সঙ্গে কথা বলতে। এর মাঝেই আচমকা একটি তার ছিঁড়ে রেল লাইনের দিকে দাঁড়িয়ে থাকা টিকিট পরীক্ষকের ওপর পড়ে। মুহূর্তে তিনি তড়িদাহত হন। হারান সংজ্ঞা!

জানা গিয়েছে, আহত টিকিট পরীক্ষকের নাম সুজন কে সিং সর্দার। এক ভাইরাল ভিডিয়োয় ধরা পড়ে গোটা ঘটনা। তিনি আহত হতেই রেল লাইনের দিকে পড়ে যান। মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তিনি আপাতত খানিকটা স্থিতিশীল।

Watch: স্টেশনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল টিকিট চেকারের ওপর, চোখের নিমেষে হাড়হিম করা দৃশ্য উঠে এল

ঘটনার কেন্দ্রে একটি ওভারহেডের তার রয়েছে বলে জানা গিয়েছে। মূলত ওভারহেডের তারগুলিতে ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ থাকে। মনে করা হচ্ছে, সেই তারে কাক বসার পর কোনও কারণে তারের একাংশ ছিঁড়ে যায়। কাক বসার জেরেই তারটি ছেঁড়ে বলে ধারণা করা হচ্ছে। তখনই ওই অংশের তার গিয়ে পড়ে টিকিট পরীক্ষকের ওপর। মুহূর্তে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়। তারপরই ওই টিকিট পরীক্ষককে অচৈতন্য হয়ে পড়ে যেতে দেখা যায়। এদিকে ততক্ষণে ছুটে আসেন আশপাশের অনেকে। অন্যদিকে, তাঁর সঙ্গে থাকা টিকিট পরীক্ষক অক্ষত থাকলেও তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

ভয়ঙ্কর ঘটনা এটাই যে, ঘটনার কিছুক্ষণ পরেই ওই লাইনে ট্রেন আসার কথা ছিল। কোনও বড় বিপদের হাত থেকে যে রক্ষা পাওয়া গিয়েছে, তা বলাই বাহুল্য। আপাতত সুজন সিং সর্দার প্রাণে রক্ষা পেতে রেলকর্মীরা স্বস্তিতে। তবে প্রশ্ন উঠতেই থাকছে রক্ষণাবেক্ষণ ইস্যুকে ঘিরে।

 

 

 

 

 

 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.