বাংলা নিউজ > বাংলার মুখ > ঝাড়গ্রামে ঘাসফুল ফোটানো বিরবাহাকে ঘিরে 'ক্ষোভ' তৃণমূলের অন্দরেই!

ঝাড়গ্রামে ঘাসফুল ফোটানো বিরবাহাকে ঘিরে 'ক্ষোভ' তৃণমূলের অন্দরেই!

বিরবাহা হাঁসদা (ছবি সৌজন্যে টুইটার)

বন প্রতিমন্ত্রী করা হয়েছে বিরবাহা হাঁসদাকে। তবে এরপরই দলের অন্দরে জন্মেছে ক্ষোভ।

গত লোকসভা নির্বাচনের নিরিখে ঝাড়গ্রামে তৃণমূলের ঝুলি ছিল শূন্য। তাছাড়া জঙ্গলমহল জুড়ে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বিধানসভআ নির্বাচনে ফের জঙ্গলে ফুটেছে ঘাসফুল। এবং সেই ঘাসফুল ফোটানো মালিদের অন্যতম হলে ঝাড়গ্রামের নবনির্বাচিত বিধায়ক বিরবাহা হাঁসদা। এরই ফল স্বরূপ তাঁকে বন প্রতিমন্ত্রী করা হয়েছে। তবে এরপরই দলের অন্দরে জন্মেছে ক্ষোভ। একাংশের দাবি, অনেক 'যোগ্য' নেতাকে টপকে মন্ত্রিত্ব লাভ করলেন বিরবাহা।

উল্লেখ্য, বিরবাহা ঝাড়গ্রাম থেকে প্রথম মহিলা হিসেবে রাজ্যের মন্ত্রী হলেন। উল্লেখ্য, নির্বাচনের আগেই তৃণমূলে যওগ দিয়েছিলেন বিরবাহা। এরপরই ঝাড়গ্রাম আসন থেকে তাঁকে প্রার্থী করে ঘাসফুল শিবির। অভিযোগ, দলের অনেকেই সাহায্য করেননি বিরবাহাকে। তবে তা সত্ত্বেও প্রচার করে মানুষের মনে জায়গা করে নেন বিরবাহা। এর ফলে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জেতেন তিনি। আর তার পুরস্কার হিসেবে মন্ত্রী হলেন সাঁওতালি সিনেমার মহানায়িকা।

তবে সূত্রের খবর, বিরবাহা মন্ত্রী হওয়ায় ক্ষুব্ধ ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মুর অনুগামীরা। প্রসঙ্গত, দুলাল নিজে তিনবারের বিধায়ক। সেই অর্থে তিনি বিরবাহার থেকে বেশি 'যোগ্য' মন্ত্রী হওয়ার। তাছাড়া অনুগামীদের দাবি, দুলালের সভাপতিত্বে জেলার চারটি আসনে বড় জয় পেয়েছে তৃণমূল। সেই কারণেই দুলালকে মন্ত্রী করা উচিত ছিল।

এদিকে শুধউ অনুগামী নয়, মন্ত্রী না হতে পেরে জেলা সভাপতি পদে থাকা দুলাল নিজেও আশাহত। এই বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'নয়াগ্রাম বিধানসভা আসনে তিনবার জেতার পুরস্কার পেয়েছি। এর বেশি এখনই কিছু বলতে চাই না।' তবে এরপর কিছুটা সুর নরম করে তিনি বলেন, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কী হবে সেটা তো সময় বলবে।'

এদিকে জেলা নেতৃত্বের একাংশ আবার বিরবাহার মন্ত্রিত্বে খুশি। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা বলেন, 'লড়াকু নেত্রী বিরবাহা হাঁসদা মন্ত্রী হওয়ায় অধিকাংশ নিচুতলার কর্মীরা খুবই খুশি হয়েছেন।' একই সুর শোনা যায় জেলা তৃণমূলের আইটি সেলের প্রধান সুব্রত নন্দীর গলাতেও।

এদিকে গোপীবল্লভপুরের বিজয়ী খগেন্দ্রনাথ মাহাতো। তিনি পেশায় চিকিৎসক হলেও নির্বাচনে নামার উদ্দেশ্যে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে নেমেছিলেন। এবং ভোটের ময়দানে নেমেই প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে জেতেন। খগেন্দ্রনাথকেও মন্ত্রী করার জন্য দলের একাংশ সওয়াল করেছিলেন। এদিকে বিনপুরের বিজয়ী দেবনাথ হাঁসদা রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। তাঁকেও মন্ত্রিত্ব দেওয়ার জন্য দলের অন্দরে চাপ বাড়াচ্ছিলেন যুব তৃণমূলের একটি অংশ। তবে শেষ পর্যন্ত জেলার বাকি দিনকে টপকে মন্ত্রিত্ব পান বিরবাহা।

বাংলার মুখ খবর

Latest News

মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'শুধুই মেরুকরণ, কোনও ধর্মীয় কাটামোর জন্য আমি ১ টাকাও দেব না', সাফ জানালেন বিদ্যা মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক দ্বিতীয় বার গরম করেন নাকি এই খাবারগুলি? খুব ভুল কাজ করেন চোখে জল, চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা, তারপর? দেশে ফিরেই সরকারকে এক হাত নিলেন ভারতের পতাকা ওড়ানো পাকিস্তানি খেলোয়াড়

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.