বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির মধ্যেই রাজ্যে এই শীর্ষ প্রশাসনিক ভবনে পালিত হল বিপ্লবী যতীন দাসের প্রয়াণ দিবস। বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ রায়। মুখ্যমন্ত্রী মেদিনীপুর সফরে থাকায় তিনি এই অনুষ্ঠানে ছিলেন না।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল রাজ্যের প্রশাসনিক ভবনকে। দু’কিলোমিটার দূরে ব্যারিকেড করা হয়েছিল মিছিলকে রুখে দেওয়ার জন্য। সকাল থেকেই নবান্ন সংলগ্ন নানা জায়গায় মিছিলকারীদের আটকে দেওয়া হচ্ছিল। সেই সময় নবান্নে শুরু হয় বিপ্লবীর প্রায়ণ দিবস পালনের প্রস্তুতি। দেশাত্মবোধক গানের মহড়া। বেলা বারোটা নাগাদ মন্ত্রী অরূপ রায় যতীন দাসের ছবিতে মালা দেন। তার পর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনু্ষ্ঠান হয়। বাইরে তখন উতপ্ত পরিস্থিতি।
অন্য দিকে একটি অনুষ্ঠানে শহিদ যতীন দাসের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।