হুগলির হিন্দমোটরের বিবিস্ট্রিটের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। চোখের নিমেষে দোকানে থাকা বৃদ্ধের চোখে ধুলো দিয়ে ক্যাশবাক্স থেকে নগদ নিয়ে চম্পট দেন এক ব্য়ক্তি। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে।
ওই ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির। ঘটনার দিন মনোজবাবুর বাবা বিপ্লব মুখোপাধ্যায় আসেন দোকানে। তিনি সেখানে থাকাকালীন আরও এক বর্ষীয়ান ব্যক্তি ওষুধ কিনতে আসেন। যে ওষুধ তিনি চান, সেই ওষুধ তাঁকে দিয়েও দেন মনোজবাবু। এরপর ওই বর্ষীয়ান ব্যক্তি চলে যান। তারপর আসেন আরও এক ব্যক্তি। তিনি দোকানে ওষুধ দেখে কিছু না কিনে চলে যান। এমন বহু ক্রেতাই করে থাকেন, ফলে তাঁকে ঘিরে তখনও কোনও সন্দেহ জাগেনি। এরপরই ঘটল আসল ঘটনা!
( Dol Purnima 2025 Tithi: দোলপূর্ণিমা ২০২৫ আজ কখন থেকে পড়ছে? লক্ষ্মীবারে শুরু তিথি, রইল পঞ্জিকামত)
তখন সকালবেলার সময় দোকানে চলছিল ঝাড়পোছ। সেই সময় ওই বয়স্ক ব্যক্তি তাঁদের দোকানের বাইরে দাঁড়ান। দেখেন তাঁর একপাটি জতো নেই। সেই সময় এক যুবক তাঁকে এসে বলেন, কুকুরে জুতো টেনে নিয়ে গিয়েছে দূরে। সেটি শুনেই ওই যুবকের সঙ্গে জুতো খুঁজতে যান বৃদ্ধ। দোকান ফেলে রেখেই তিনি চলে যান। দোকান তখন ফাঁকা। এরপর থেকে যা হয়েছে তা সিসিটিভিতে আসতেই, সেই ঘটনা দেখে চক্ষুচড়ক গাছ হয়েছে অনেকের। সিসিটিভিতে দেখা গিয়েছে, দোকান ফাঁকা থাকা অবস্থায় ওই আগের প্রৌঢ় ক্রেতা দোকানে ঢুকে পড়েন। এই প্রৌঢ় ক্রেতাই সকালে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে গিয়েছিলেন। দোকানে ঢুকেই ক্যাশবাক্স থেকে নগদ নিয়ে চম্পট দেন তিনি। দুঃসাহসিক এই চুরি উদ্বেগে ফেলেছে স্থানীয় ব্যবসায়ীদেরও। মনোজ মুখোপাধ্যায়ের অভিযোগ, এটা কোনও গ্যাংয়ের কাজ। তিনি বলছেন, একজন দোকানে ঢুকে ওষুধ কেনার নাম করে ক্যাশবাক্স দেখে যান। আরেকজন জুতো সরানোর কাজ করেন। আর তাঁকে বলে দেন, ‘জুতো কুকুরে নিয়ে গিয়েছে’। মনোজ মুখোপাধ্যায়ের অভিযোগ, এইভাবে পরিকল্পনামাফিক কাজ করে ১০ হাজার টাকা ক্যাশবাক্স থেকে চুকি করা হয়েছে।