নন্দীগ্রামের মহম্মদপুরের সমবায় সমিতির ভোটে এদিন ৯টি আসনের মধ্যে সব কয়টিই জিতে নিয়েছে বিজেপি। কার্যত এই ভোটে ধরাশায়ী তৃণমূল। ভোট ছিল রবিবার। ভোটপর্ব এদিন শান্তিতেই সম্পন্ন হয়। ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই গেরুয়া আবিরে জয় উদযাপন করতে থাকেন বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, এই জয় মানুষের জয়। তাদের দাবি, সামনে আরও বড় জয় অপেক্ষা করছে।
নন্দীগ্রামের মহম্মদপুরের সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ৯। এই ৯টি আসনের মধ্যে ৯টিতেই জিতে গিয়েছে বিজেপি। উল্লেখ্য, ৯ আসনেই লড়াই হয়েছে বিজেপি ও তৃণমূলের সমর্থিত প্রার্থীদের। সব কয়টি আসনেই প্রার্থী ছিলেন বিজেপি ও তৃণমূলের সমর্থিতরা। দুই রাজনৈতিক শিবিরের একদিকে ঘাসফুল অন্যদিকে পদ্ম। আর মহম্মদপুর সমবায়ের এই ভোট যুদ্ধে শেষ হাসি হেসেছে বিজেপি। বিজেপি এই জয়ের পর বলছে, মানুষ এটাই চেয়েছে। তারা সর্বস্তরে তৃণমূলকে পরাজিত করার ডাক দেন। বিজেপির তরফে সুপর্ণা পড়্যা বলেন,' আমরা মনোনয়নের দিন প্রতিজ্ঞা করেছিলাম যে এখানে বিরোধী শূন্য করব। কারণ এই মাটি আমাদের বিজেপির শক্ত ঘাঁটি। এখানে দুর্নীতিবাজদের কোনও জায়গা নেই।' এদিকে, তৃণমূলের তরফে বাপ্পাদিত্য গর্গ বলেন, এটা তো অরাজনৈতিক নির্বাচন। এখানে তো রাজনৈতিক কোনও প্রতীক থাকে না। আর এই সমবায়ের মধ্যে যে বুথগুলি পড়ে ২০২১ সাল থেকে আজ পর্যন্ত গ্রামপঞ্চায়েত সদস্যও বিজেপি।
(Video: 'মেয়ে, স্ত্রী, অভিষেক, মমতার নামে' দিলেন পুজো! কঙ্কালীতলায় গিয়ে কান্না অনুব্রতর )
এর আগে, নন্দীগ্রামের পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও ১২ টি আসনের ১২টিতেই জয় পেল ঘাসফুল শিবির। এই সমবায় সমিতিতে মোট ১২ টি আসন রয়েছে। তাতে ভোটার সংখ্যা ৭৮৯ জন। ৮টি নির্বাচনী ক্ষেত্রে রয়েছে। মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৪ জন। এর মধ্যে দুটি আসনে তৃণমূল কংগ্রেস আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। সদ্য সেপ্টেম্বরের মাঝামাঝি এই জয়ের খবর উঠে আসে। আরজি কর নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও তৃণমূলের এই জয় কর্মীদের মধ্যে উৎসাহ যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, তারপরই আসে নন্দীগ্রামের মহম্মদপুরের ফলাফল।