বাংলা নিউজ > বাংলার মুখ > Modi in Siliguri Highlights: ‘আমায় কারোর জন্য ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে হবে না', পরিবারবাদ নিয়ে বিরোধীদের তোপ মোদীর
শিলিগুড়িতে নরেন্দ্র মোদী।

Modi in Siliguri Highlights: ‘আমায় কারোর জন্য ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে হবে না', পরিবারবাদ নিয়ে বিরোধীদের তোপ মোদীর

লোকসভা ভোট ২০২৪ এর রণদামামা বাজিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার। আজ শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদীর জনসভা ঘিরে ছিল রাজনৈতিক মহলের নজর। সেখানে সন্দেশখালি থেকে অযোধ্যা রামমন্দির সহ একাধিক ইস্যুতে কথা বলেন মোদী।

২০২৪ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপি প্রকাশ্যে এনেছে তাদের প্রথম দফার ভোটার তালিকা। এদিকে, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আসার আগে এবার মোদীর সফর ছিল উত্তরবঙ্গে। রেল সহ একাধিক ক্ষেত্রের এক ঝাঁক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন আজ করেন মোদী। এই সরকারি প্রকল্প উদ্বোধনের পর তিনি দলীয় সভায় যান। সেখান থেকে বাম-তৃণমূল সহ বিরোধীদের তোপ দাগেন মোদী। উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ থেকে পরিবারতন্ত্র ইস্যু।

09 Mar 2024, 05:40:28 PM IST

‘আবকি বার ৪০০ পার’

মোদী বলেন , লোকসভা থেকেই বদলের রাস্তা শুরু হয়। একই সঙ্গে তিনি সকলকে ‘আবকি বার ৪০০ পার’ এর ডাক দেন। মোদী বলেন, এবারের লোকসভা ভোটে ৪০০ আসন পার করার ডাক দেন মোদী।

09 Mar 2024, 05:35:53 PM IST

পরিবারতন্ত্র নিয়ে বললেন মোদী।

‘কারোর জন্য বাংলা বাড়ি রাখতে হবে না, ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে হবে না। আপনাদের ভালো থাকতে দেখলেই আমার আনন্দ’, বললেন মোদী।

09 Mar 2024, 05:35:00 PM IST

‘আজ সকলে বলছেন আমি মোদীর পরিবার’

যাঁদের আগে কেউ দেখেনি, তাঁদের দেখে মোদী- এই বার্তা দিয়ে মোদী বলেন, ‘যিনকো আগে কোই নেহি পুছা, উনকো মোদী পুছতা হ্যায়।’ দরিদ্র মানুষের পাশে থাকা নিয়ে বললেন মোদী। এছাড়াও বিরোধীদের দিকে পরিবারতন্ত্রের অভিযোগ আনেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের বাচ্চাদের কথা যদি কেউ ভাবেন তাহলে তা মোদী, বিজেপি।’ তিনি বলেন, ‘আজ সকলে বলছেন আমি মোদীর পরিবার।’

09 Mar 2024, 05:31:42 PM IST

অযোধ্যা থেকে আর্টিক্যাল  ৩৭০

মোদী বলেন, আগে যা কেউ ভাবতে পারেননি, সেটাই করে দেখাচ্ছে মোদী সরকার। সেক্ষেত্রে অযোধ্যায় রাম মন্দির থেকে কাশ্মীর থেকে ৩৭০ অবলুপ্তির প্রসঙ্গ আনেন মোদী। উত্তরবঙ্গে ‘টি, টুরিজন, টিম্বার’ এই তিন দিক থেকে উন্নয়নের দিকে তাকিয়ে মোদী সরকার বলে জানানো হয়। তিনি বলেন, উত্তরবঙ্গ নিয়ে তাঁর সরকারের একটি রোডম্যাপ রয়েছে। এছাড়াও গোর্খাদের সমস্যার দিকেও যে কেন্দ্রের নজর আছে, তা জানান মোদী।

09 Mar 2024, 05:28:09 PM IST

ফের সন্দেশখালি নিয়ে মন্তব্য মোদীর

‘সন্দেশখালিতে গরিব, দলিত আদিবাসী বোনেরেদর সঙ্গে তৃণমূল নেতারা কী করেছেন, তার চর্চা সারা দেশে। মহিলাদের ওপর অত্যাচার, গরিবের রোজগার লুঠই তৃণমূলের তোলাবাজেদের কাজ।’ বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, মনরেগার পয়সা দিল্লি থেকে পাঠায়। এখানকার তৃণমূল সরকার নিজেদের তোলাবাজদের সুবিধা দিতে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড বানিয়ে দিয়ে দিয়েছে।

09 Mar 2024, 05:26:56 PM IST

‘ভ্রষ্ট TMC সরকার’

মোদীর নিশানায় রেশন দুর্নীতি। মোদী বলছেন, তাঁর সরকার রেশন নিয়ে সাধারণকে সুবিধা এনে দিয়েছে, এদিকে ‘তৃণমূলের নিজের মন্ত্রীই দুর্নীতিতে অভিযুক্ত।’ এছাড়াও মোদী টার্গেট করেন ভুয়ো জবকার্ড নিয়ে। মোদী বলেন, ইন্ডি জোট চাইছে না কেউ বিনা পয়সায় রেশন পান। এদিন তিনি ফের মনে করিয়ে দেন যে, তাঁর সরকার সদ্য নারী দিবসে ১০০ টাকা কম করেছে রান্নার গ্যাসের দাম। তৃণমূল সরকার রাজ্যে আয়ুষ্মান যোজনা বলবৎ না করা নিয়েও ভাষণে ঝড় তোলেন মোদী।

09 Mar 2024, 05:22:20 PM IST

বাম-তৃণমূলকে নিশানা মোদীর

'মিনি ভারত' বলে এলাকাকে উল্লেখ করেন মোদী। এলাকার সমস্যা নিয়ে কথা বলেন মোদী। এরপরই তিনি বলেন, বাম ও তৃণমূল সরকার কেউ নজর দেয়নি এলাকায়।

09 Mar 2024, 05:19:56 PM IST

বাংলায় ভাষণ শুরু মোদীর

‘আমার দিদি, দাদা, মা, ভাইদের নমস্কার’। এই বার্তার সঙ্গে মোদী বলেন ‘চা বাগানে কর্মরত সকলেকে এই চাওয়ালার প্রণাম।’ সভায় আসতে দেরি করায় ক্ষমা চেয়ে নেন মোদী। জানান, উত্তরপূর্বের একাধিক রাজ্যে সফরের পর তিনি শিলিগুড়ি এসেছেন। পরে তিনি কাশী যাবেন বলে জানান।

09 Mar 2024, 05:15:42 PM IST

সন্দেশখালিতে মমতাকে মিছিলের চ্যালেঞ্জ

আজ মোদীর সভা থেকে সন্দেশখালিতে মমতাকে মিছিলের চ্যালেঞ্জ করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

09 Mar 2024, 05:14:34 PM IST

বিজেপির সভায় মোদী

আগের সরকারি সভা থেকেই মোদী বলেছেন, তাঁর কথা তখনও শেষ হয়নি। এরপর তিনি খোলা মাঠে গিয়ে মন খুলে কথা বলবেন বলেও জানিয়েছিলেন। আর এবার সেই দলীয় সভায় মোদী। সেখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন বিচারপতি সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতারা।

09 Mar 2024, 05:00:20 PM IST

'কথা এখনও শেষ হয়নি'

মোদী বলেন, 'এই অনুষ্ঠান এখানে শেষ হলেও, এরপর আমি খোলা মাঠে যাচ্ছি। সেখানে আপনাদের মন ভরে দেখব, আর মন ভরে কথা বলব'

09 Mar 2024, 04:58:20 PM IST

'বিকশিত বাংলা'র জন্য  পদক্ষেপ

মোদী বলেন, বাংলায় রেলের উন্নয়ন নজরে রয়েছে মোদী সরকারের। এখানে পর্যটন থেকে চা শিল্পের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন মোদী।

09 Mar 2024, 04:56:26 PM IST

পূর্ব ভারত দেশের উন্নয়নের ‘গ্রোথ ইঞ্জিন’

মোদী বলেন, স্বাধীনতার পর বড় সময় ধরে পূর্ব ভারতের উন্নতির কথা ভাবা হয়নি। তবে মোদী সরকার পূর্ব ভারতকে দেশের উন্নয়নের গ্রোথ ইঞ্জিন মনে করে বলে জানান প্রধানমন্ত্রী।

09 Mar 2024, 04:54:48 PM IST

মোদীর নজরে বাংলার উন্নতি

‘উত্তরবঙ্গের উন্নতির জন্য ২১ শতকের রাস্তা আর রেলের পরিকাঠামো গঠন দরকার’। বললেন মোদী। আজ রেলের এক প্রকল্পের উদ্বোধনের ফলে উত্তর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে ট্রেনের গতির তেজ বাড়বে বলে জানান মোদী। রাধিকাপুর- শিলিগুড়ি লাইনে নতুন ট্রেন সহ একাধিক প্রকল্পের সুবিধার কথা তুলে ধরেন মোদী।

09 Mar 2024, 04:41:47 PM IST

উত্তরবঙ্গে মোদী 

উত্তরবঙ্গে পা রেখেই সরকারি প্রকল্পের উদ্বোধনে মোদী। ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ প্রকল্পের উদ্বোধনে এদিন শিলিগুড়িতে পৌঁছন মোদী। প্রধানমন্ত্রীর এই সভায় রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক সহ রয়েছেন সপকান্ত মজুমদার, জন বার্লারা।

09 Mar 2024, 04:35:25 PM IST

বাগডোগরায় পৌঁছে কাওয়াখালির দিকে মোদী

ইতিমধ্যেই বাগডোগরায় পৌঁছে গিয়েছেন মোগী। তাঁর আজ শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করার কথা রয়েছে। এদিকে, বিজেপির সভার আগে সরকারি এক সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারপরই তিনি বিজেপির সভায় যোগ দেবেন। 

09 Mar 2024, 04:17:58 PM IST

অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বললেন?

প্রাক্তন বিচারপকি বলেন, ‘আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসাবে যোগ দিয়েছি। কিছু কথা আমার বলার আছে সেই প্রসঙ্গে।..’ এরপরই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমাদের তিনটি প্রধান চাহিদা থাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরপরই তিনি বলেন,' খাদ্য দুর্নীতিতে তাঁদের খাদ্য মন্ত্রী জেলে আছেন। তিনি তাঁর বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন। বাড়িতে নেই। আর বাসস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করা হয়েছে।'

09 Mar 2024, 04:16:00 PM IST

বিজেপির মঞ্চে বক্তব্য রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগদানের পর প্রথমবার উত্তরবঙ্গে মোদীর সভায় ভাষণ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৪ এর লোকসভা ভোটের জন্য হুঙ্কার দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যাতে কেউ একটিও ভোট না দেওয়া হয় তৃণমূলকে।

09 Mar 2024, 04:01:53 PM IST

অরুণাচলে বিশ্বের দীর্ঘতম বাইলেন টানেলের উদ্বোধন মোদীর

পশ্চিমবঙ্গে পা রাখার আগে, উত্তর পূর্বের একাধিক রাজ্যে এদিন সফর করেন মোদী। অরুণাচল প্রদেশে বিশ্বের দীর্ঘতম বাইলেন টানেলের উদ্বোধন করেছেন মোদী। এরপরই তাঁর বাংলায় পা রাখার কথা।

09 Mar 2024, 03:34:25 PM IST

ভোট নিয়ে আশাবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। এদিন মোদীর উত্তরবঙ্গের সভার দিনে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তাঁর মতে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। এছাড়াও আসন্ন ভোটে বিজেপির ভালো ফল নিয়ে তিনি আশা প্রকাশ করেছেন।

09 Mar 2024, 03:09:14 PM IST

কাওয়াখালি ময়দানে সভা

প্রসঙ্গত, ৩ বছর আগে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। দলীয় প্রার্থীদের সমর্থনে সেখানে হয়েছিল সভা। এরপর আজ শনিবার শিলিগুড়ির সেই ময়দানেই রয়েছে মোদীর সভা।

09 Mar 2024, 02:56:58 PM IST

মোদীর সফরের দিনেই বিজেপি সাংসদের ইস্তফা

দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। আজ শনিবার মোদীর উত্তরবঙ্গে সফর। আর সেই সফরের দিনেই বিজেপির কুনার হেমব্রম ছাড়লেন পদ।

09 Mar 2024, 02:39:07 PM IST

উত্তরের ৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি

এদিকে, উত্তরবঙ্গের ৩ আসনে এখনও পর্যন্ত বিজেপি ঘোষণা করেনি কোনও প্রার্থী। অন্যদিকে, প্রথম দফার তালিকায় বিজেপি বাংলায় ২০ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আজ মোদীর উত্তরবঙ্গ সফর গুরুত্বপূর্ণ।

09 Mar 2024, 02:37:52 PM IST

মমতার ব্রিগেডের আগে মোদী শিলিগুড়িতে

রাত পোহালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আয়োজন করতে চলেছে জনগর্জন সভা। ব্রিগেডে মমতার সভার আগে, আজ উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হতে চলেছে। মমতার সভার ২৪ ঘণ্টা আগে মোদী কী বলেন, তার দিকে তাকিয়ে বাংলা সহ রাজনৈতিক মহল।

09 Mar 2024, 02:35:48 PM IST

বিকেল ৩ টেয় বাগডোগরা নামবেন মোদী

আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে অবতরণের কথা নরেন্দ্র মোদীর। বিকেল ৩ টে নাগাদ বাগডোগরায় পৌঁছানোর কথা মোদীর। তারই অপেক্ষা চলছে।

09 Mar 2024, 02:35:12 PM IST

মোদীর মেগা সভা উত্তরবঙ্গে

দঙ্গিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে সভা মোদীর। লোকসভা ভোট ২০২৪ এর রণদামামা বাজিয়ে ইতিমধ্যেই বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবার অপেক্ষা দ্বিতীয় দফার জন্য। সেদিক থেকে আজ শিলিগুড়িতে মোদীর মেগা ব়্যালি। 

বাংলার মুখ খবর

Latest News

জলসঙ্কটের পর বিপর্যয় বেলগাছিয়ায়, ভাগাড়ে ধস, ফাটল বাড়িতে, পরিদর্শনে অরূপ রান্না ছাড়াও রান্নাঘরের এসব কাজে নুন একাই একশো, জেনে নিন ব্য়বহার ১৪ হাজার রান, সব থেকে বেশি চার, IPL 2025-এ ৫টি বিরাট রেকর্ড গড়তে পারেন কোহলি মুখ্যমন্ত্রীর নামে ‘‌সর্বাধিনায়িকা জয় হে’‌ পোস্টার, অভিষেকের পর এবার মমতাময় শহর অরিজিৎ-সোনু থেকে কেকে, ১১ জন শিল্পীর কণ্ঠ অনুকরণ! পাসুরি গেয়ে তাক লাগালেন যুবক আকাশের মেঘলা,বৃষ্টিও পড়ছে, KKR vs RCB ম্যাচ শেষ কখন শুরু করা যেতে পারে?নিয়ম কী? 'আমি ওঁকে সিনেমাটি একবার...', ‘টয়লেট’ বিতর্কে জয়াকে জবাব ছবির প্রযোজকের হাতের রেখায় লুকিয়ে আছে জীবনের গভীর রহস্য! কী বলছে হস্তরেখাবিদ্যা জেনে নিন পুলিশের সঙ্গে গুলি যুদ্ধ… সোনার শোরুম লুটে অভিযুক্ত চুনমুন ঝা নিহত এনকাউন্টারে! IPL 2025-এ ১০ নম্বরে শেষ করবে কোহলির RCB! কেন এমন বললেন গিলক্রিস্ট? ভনের বাজি DC

IPL 2025 News in Bangla

আকাশের মেঘলা,বৃষ্টিও পড়ছে, KKR vs RCB ম্যাচ শেষ কখন শুরু করা যেতে পারে?নিয়ম কী? IPL 2025-এ ১০ নম্বরে শেষ করবে কোহলির RCB! কেন এমন বললেন গিলক্রিস্ট? ভনের বাজি DC পঞ্জাব কিংসের প্র্যাক্টিস ম্যাচে ম্যাক্সওয়েল ঝড়, চার-ছক্কায় চমক আনকোরা অবিনাশের শহরে পা দিয়েই রিঙ্কুকে চুমু শাহরুখের,ক্যাপ্টেন রাহানেকে দিলেন বিশেষ বার্তা-Video রোহিতকে বিদ্রুপ করে ভিডিয়ো পোস্ট PSL ফ্র্যাঞ্চাইজির, ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা, ভেস্তে যাবে না তো ইডেনের IPL মহারণ? IPL শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী? এল ক্লাসিকোয় কি একতরফা চাপ থাকে? বন্দুকের নল KKR-এর দিকেই ঘুরিয়ে দিলেন RCB কোচ IPL 2025 শুরুর আগে দেখুন সঞ্জুর নেতৃত্বাধীন রাজস্থানের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি অধিনায়ককে ভুলল KKR, টিম বাস মিস করে পড়িমরি করে ছুটলেন রাহানে, ভিডিয়ো হল ভাইরাল

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.