বাংলা নিউজ > বাংলার মুখ > পশ্চিমবঙ্গে বিলি শুরু নতুন ভোটার পরিচয়পত্র, রঙিন এই ডিজিটাল কার্ডে রয়েছে বারকোড

পশ্চিমবঙ্গে বিলি শুরু নতুন ভোটার পরিচয়পত্র, রঙিন এই ডিজিটাল কার্ডে রয়েছে বারকোড

প্রতীকী ছবি

ইতিমধ্যে পূর্ব বর্ধমানে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার নতুন ভোটারদের বাড়ি বাড়ি সেই কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

আর সাদা–কালো নয়। নতুন ভোটারদের এবার বিলি করা শুরু হল একেবার রঙিন সচিত্র ভোটার পরিচয়পত্র। যা আর শুধু ল্যামিনেশন করা নয়, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো শক্তপোক্ত হবে। কারণ, এগুলি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দ্বারা তৈরি। ইতিমধ্যে পূর্ব বর্ধমানে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার নতুন ভোটারদের বাড়ি বাড়ি সেই কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

ডিজিটাল ভারত গড়তে এই নতুন ভোটার পরিচয়পত্রের ব্যবস্থা কেন্দ্রের আর এক পদক্ষেপ। এতে এপিক নম্বর ছাড়াও থাকছে একটি ১০ সংখ্যার একটি আইডি নম্বর এবং বারকোড। যা সংশ্লিষ্ট মাধ্যমে স্ক্যান করলেই মিলবে ভোটারের সমস্ত তথ্য। এই কার্ড আরও বেশি সুরক্ষিত কারণ, এতে এমন একটি নম্বর রয়েছে যা খালি চোখে দেখা যায় না, বিশেষ প্রযুক্তিতে শুধুমাত্র নির্বাচন কমিশনের কর্মীরাই তা দেখতে পাবে। জানা গিয়েছে, এটি কোনওমতে নকল করা সম্ভব নয়। পিভিসি দ্বারা হওয়ায় এই কার্ড সহজে নষ্টও হবে না। শুধু বর্ধমান নয়, শীঘ্রই রাজ্যের সর্বত্র নতুন ভোটাররা এই ভোটার কার্ড হাতে পাবেন।

এদিকে, যাঁদের পুরনো কার্ড রয়েছে তাঁরা সেগুলিই ভোটদান বা অন্য কাজে ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। কিন্তু পুরনো ভোটাররা কি নতুন এই রঙিন কার্ড পাবেন?‌ নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ২৫ টাকার বিনিময়ে নতুন ভোটার কার্ড দেওয়ার একটি ব্যবস্থা থাকলেও তা এখনও সেভাবে চালু হয়নি। কারণ, কমিশন এখনও এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটি সম্ভব করতে প্রতিটি জেলায় আরও ভাল পরিকাঠামো দরকার, যেটা আপাতত নেই। আপাতত নতুন ভোটারদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.