বাংলা নিউজ > বাংলার মুখ > Nisith Pramanik: ‘ইভিএম বদল হয়েছিল, যতদূর যেতে হয় যাব,’ ভোটে পরাজিত হয়েই নয়া দাবি নিশীথের

Nisith Pramanik: ‘ইভিএম বদল হয়েছিল, যতদূর যেতে হয় যাব,’ ভোটে পরাজিত হয়েই নয়া দাবি নিশীথের

নিশীথ প্রামাণিক - দিনহাটা, বিজেপি। (ছবি সৌজন্য ফেসবুক)

নিশীথ প্রামাণিক বলেন, যে মেশিন সিল করা হয়েছে। গালা সিল করে লক করা হয়েছে। পরবর্তী সময় সেই ইভিএমের নম্বর বদল কীভাবে যায়। কাউন্টিং এজেন্টরা এই অভিযোগ করেছেন। সেই অনুসারে আমরা পদক্ষেপ নেব।

কোচবিহারে পরাজিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে ভোটের ফলাফল ঘোষণার আগে পুরো আত্মবিশ্বাসী ছিলেন তিনি। এমনকী কোথাও ভোটপর্বে কোনও অশান্তি হয়নি বলে দাবি করেছিলেন নিশীথ প্রামাণিক কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরেই দেখা যাচ্ছে তিনি অন্য কথা বলছেন। 

নিশীথ প্রামাণিক বলেন, যে মেশিন সিল করা হয়েছে। গালা সিল করে লক করা হয়েছে। পরবর্তী সময় সেই ইভিএমের নম্বর বদল কীভাবে যায়। কাউন্টিং এজেন্টরা এই অভিযোগ করেছেন। সেই অনুসারে আমরা পদক্ষেপ নেব। সংখ্য়ালঘু অধ্য়ুষিত এলাকায় সেখানে একই ব্যক্তি বার বার গিয়ে ভোট দেওয়া হয়েছে। ছাপ্পা ভোট হয়েছে। বলেন নিশীথ।

শুভেন্দু বলেন, কোচবিহারের ব্যাপারে খোঁজখবর করছি। কোচবিহারের ব্যাপারে তথ্য় জোগাড়া করার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 

তৃণমূল নেতা পার্থপ্রতীম রায় বলেন, হারের বিষয়টা তিনি মানতে পারছেন না। এখন নানা অজুহাত খাড়া করছেন। 

আর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, নিজের দোষেই পরাজিত হয়েছেন নিশীথ প্রামাণিক। 

এদিকে গোটা বিষয়টি নিয়ে এবার নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। নিশীথ প্রামাণিকের হার কার্যত আয়নার সামনে দাঁড় করিয়েছে কোচবিহারের বিজেপিকে। উত্তরবঙ্গে একের পর এক আসনে বিজেপি জিতে গেলেও কেবলমাত্র কোচবিহারে পরাজিত। এত বড় হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও পরাজিত। 

এর মধ্য়েই নিশীথকে ঘিরে নানা জল্পনা ছড়াচ্ছিল। কর্মীরা যখন ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া, তারা আশ্রয় নিয়েছেন পার্টি অফিসে তখন কয়েকদিন তাঁর দেখা মিলছিল না। ফের এদিন কোচবিহারে দেখা যায় তাঁকে। 

তবে নিশীথের হারের পেছনে কোচবিহারের কান পাতলেই শোনা যাচ্ছে অন্য কথা। 

তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়ার কাছে হেরে গিয়েছেন তিনি। প্রায় ৩৯ হাজার ২৫০ ভোটে পরাজিত। 

বিগত দিনে তৃণমূলেই ছিলেন নিশীথ। দিনহাটার ছোট্ট গ্রাম ভেটাগুড়িতে বসেই রাজনীতি করতেন। পরবর্তী সময়ে যুব তৃণমূলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও হয়েছিলেন তিনি। তবে তৃণমূলে থাকাকালীন মাদার তৃণমূলের সঙ্গে তাঁর রেষারেষি ছিল মারাত্মক। এমনকী সেই সময় খুব দ্রুত তিনি রাজ্য তৃণমূল যুবারও ঘনিষ্ঠও হয়ে গিয়েছিলেন।

পরবর্তীতে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তিনি যোগ দেন বিজেপিতে। এরপর কোচবিহারের সাংসদ হয়ে যান তিনি। সেবার ৫৪ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। এমনকী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদও পেয়ে যান তিনি। সেই শুরু।

অনেকের মতে, এরপর থেকেই ক্রমেই বদলাতে থাকেন নিশীথ। ভেটাগুড়ির সেই গ্রামের সঙ্গে কার্যত দূরত্ব তৈরি হতে থাকে তাঁর। বলা ভালো কোচবিহারের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়তে থাকে। এমনকী জেলা বিজেপির নেতৃত্বও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেতেন না। এনিয়ে দলের অন্দরেও অসন্তোষ বাড়তে থাকে।

মাঝেমধ্যে যখন গ্রামে ফিরতেন তখন চারপাশে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বলয়। গ্রামের সহজ সরল মানুষ দূর থেকে দেখতেন সবটা। তবে কি এই অহঙ্কারেরই জবাব দিলেন সাধারণ মানুষ?

বাংলার মুখ খবর

Latest News

স্টলের সাইন বোর্ডে বাংলাদেশি পতাকার ছবি! এ কী হল দুর্গাপুরে? মাধ্যমিক পরীক্ষার্থীরা কবে পাবে পর্ষদের টেস্ট পেপার? আগেরবারের মতোই কি দেরি হবে পন্টিং-দ্রাবিড়দের পিছনেই রুট! ইংলিশ ব্যাটারের লক্ষ্য সচিনের ১৫,৯২১ রানের রেকর্ড মাঠের মধ্যে লড়াইয়ের খেসারত দিলেন সিরাজ-হেড! দুই ক্রিকেটারকে শাস্তি দিল ICC '২০২১ এ নাকি হঠাৎ আমার উচ্চতা বেড়ে যায়', 'হাইট'র জন্য কাজ পেতেন না মৌসুমী! এখনও দিল্লিতেই আসতে হয় ভিসার জন্য! ঢাকায় সেন্টার বানাতে EUকে অনুরোধ বাংলাদেশের রাজ্য়ের বাজি ‘দাপট’ নিয়ে এবার কড়া হল জাতীয় পরিবেশ আদালত, এল বিশেষ নির্দেশ অসমের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, মন্ত্রিত্বে চার নতুন মুখ আনলেন হিমন্ত পুষ্পা ২ দেখে মুগ্ধ জিৎ, টলি-তারকাকে পালটা ধন্যবাদ আল্লুর, কী কথা হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর, ১৯৯০ ব্যাচের আইএএস, কে তিনি?

IPL 2025 News in Bangla

পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.