'হাফপ্যান্ট' পরে পঞ্চায়েত অফিসে আসার উপর নিষেধাজ্ঞা জারি করলেন নদিয়ার রানাঘাটের এক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। পোশাক বিধি নিয়ে পঞ্চায়েত দফতর ফরমান জারি করায়, বিতর্কের দানা বেঁধেছে গোটা এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাটের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দফতরে।
এদিন বিভিন্ন কাজে আসা গ্রামবাসীরা ওই পঞ্চায়েত দফতরে উপস্থিত হলে তাঁরা দেখতে পান, অফিসের গেটের মুখে একটি সাদা রঙের প্রিন্ট আউট করা এ-ফোর সাইজের কাগজ সাঁটানো রয়েছে। সেখানে লেখা রয়েছে, 'হাফ প্যান্ট পড়ে কেউ অফিসে আসবেন না।' এই নির্দেশের নীচে সই রয়েছে, 'আদেশানুসারে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান'।
এই নির্দেশিকা ঘিরে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন পঞ্চায়েত দফতরে পোশাক বিধি জারি করা হবে ? আচমকা এই ধরনের নির্দেশের কি এমন প্রয়োজন পড়ল যে, নির্দেশিকার আকারে জারি করে দফতরের গেটে সেটা সেঁটে দেওয়া হল?
এই ঘটনা প্রসঙ্গে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুজিত জোয়ারদার বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য নানা প্রকল্প ঘোষণা করছেন। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত দফতরে মহিলাদের আনাগোনা বেড়ে গিয়েছে। এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য প্রচুর মহিলারা পঞ্চায়েত দফতরে আসছেন। এই অবস্থায় প্রাপ্তবয়স্ক পুরুষেরা অনেক সময় শর্টস পরে চলে আসছেন। সেটা দেখে অনেক মহিলারা আপত্তিও তুলেছেন। সে কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'
পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে পঞ্চায়েত দফতর চত্বরে দুয়ারে সরকার প্রকল্পের কারণে প্রচুর মানুষ যাতায়াত করছেন। সেক্ষেত্রে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। সেখানে উপস্থিত হচ্ছেন গ্রামের মহিলারাও। ফলে কেউ হাফপ্যান্ট পরে আসলে, সেটা দৃষ্টিকটু লাগছে বলে মনে করছে পঞ্চায়েত দফতর। সেই কারণেই এই ফরমান জারি করা হয়েছে।