North Bengal flood situation update: রোদ উঠল উত্তরবঙ্গে! তবে লড়াই চলছে বিপর্যয়ের সঙ্গে, বাতিল ট্রেন, কোন রাস্তা খোলা?
Updated: 06 Oct 2025, 09:32 AM IST Ayan Das 06 Oct 2025 flood in north bengal, pray for north bengal, north bengal flood news, north bengal flood situation, Darjeeling landslide, উত্তরবঙ্গে বন্যা, উত্তরবঙ্গে বিপর্যয়, উত্তরবঙ্গে বিপর্যয়ের জন্য বাতিল ট্রেন, wb trains cancellationরোদ উঠল উত্তরবঙ্গে। শনিবার রাত ও রবিবার সকালে প্রক... more
রোদ উঠল উত্তরবঙ্গে। শনিবার রাত ও রবিবার সকালে প্রকৃতির রূদ্ররূপের পরে আজ ঝলমলে রোদ উঠেছে অনেক জায়গায়। তারইমধ্যে আজ উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিপর্যয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। শুধু ২৩ জনই মারা গিয়েছেন দার্জিলিঙে।
পরবর্তী ফটো গ্যালারি