বাংলা নিউজ > বাংলার মুখ > Attack on Doctor: আরজি কাণ্ডের মধ্যেই আবার চিকিৎসক নিগ্রহ! স্বাস্থ্যকেন্দ্রেই মারধর

Attack on Doctor: আরজি কাণ্ডের মধ্যেই আবার চিকিৎসক নিগ্রহ! স্বাস্থ্যকেন্দ্রেই মারধর

স্বাস্থ্যকেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় বন্দি হামলার খণ্ডচিত্র

প্রয়োজনীয় চিকিৎসার জন্য রোগীকে অন্য হাসপাতালে রেফার করে রোগীর বন্ধু ও পরিজনদের হাতে মার খেতে হল কর্তব্যরত চিকিৎসককে। সিসিটিভি ক্যামেরায় বন্দি হল হেনস্থার খণ্ডচিত্র। চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

কর্তব্যরত অবস্থায় আবারও আক্রান্ত হতে হল এক সরকারি চিকিৎসককে। রোগীর চিকিৎসা ও তাঁকে অন্য হাসপাতালে রেফার করা নিয়ে ঝামেলার জেরে ওই চিকিৎসককে হেনস্থা ও তাঁকে মারধর করার অভিযোগ উঠল পরিজনদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনায় ফের প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই রবিবারও কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছিলেন ডা. মিন্টু দে। ইতিমধ্যে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়রা। তাঁরা জানান, বাজকুল রোডে বাইক দুর্ঘটনার ফলে ওই ব্যক্তি আহত হন। তাঁর কাঁধে চোট লাগে।

স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর পরই আহতের প্রাথমিক চিকিৎসা করা হয়। তাঁকে পরীক্ষা চিকিৎসক জানতে পারেন, ওই রোগীর 'কলার বোন' ভেঙে গিয়েছে। এর চিকিৎসা করার মতো পরিকাঠামো স্বাস্থ্যকেন্দ্রে মজুত না থাকায় আহত ব্যক্তিকে তমলুক জেলা হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক।

অভিযোগ, রোগীকে অন্যত্র রেফার করা হতেই ক্ষেপে যান তাঁর সঙ্গে থাকা লোকজন। তাঁরা প্রথমে চিকিৎসকের কাছে জানতে চান, ওই ব্যক্তি কেন অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং কেন স্বাস্থ্যকেন্দ্রেই তাঁর সম্পূর্ণ চিকিৎসা করা হচ্ছে না?

কর্তব্যরত চিকিৎসক তাঁদের জানান, স্বাস্থ্যকেন্দ্রে যা পরিকাঠামো রয়েছে, সেই মতোই ওই রোগীর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। কিন্তু, ভাঙা হাড় সারাতে গেলে বড় হাসপাতালে যেতে হবে। কিন্তু, রোগীর পরিজনরা এতে আপত্তি জানান।

এ নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। তা গড়ায় হাতাহাতিতে। রোগীর আত্মীয় ও বন্ধুরা এই সময় চিকিৎসককে গালিগালিজ ও মারধর করেন বলে অভিযোগ। যার কিছুটা স্বাস্থ্যকেন্দ্রের সিসিটিভি ক্যামেরাতেও বন্দি হয়। আক্রান্ত চিকিৎসকের অভিযোগ, হামলাকারীরা মদ্যপ ছিলেন। তাঁরা চিকিৎসকের কোনও যুক্তিই কানে তুলতে চাননি।

এদিকে, ঘটনার খবর পেয়ে ওই স্বাস্থ্য়কেন্দ্রে পৌঁছয় ভগবানপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রচারিত হতেই নানা মহলে নিন্দার ঝড় ওঠে।

আরজি কর কাণ্ডের আবহে যেখানে বাংলাজুড়ে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছে সমাজের সকলস্তরের মানুষ, সেখানে কিছু জনের মানসিকতার যে কোনও বদল হয়নি, এদিনের এই হামলার ঘটনাই তা আরও একবার প্রমাণ করে দিল।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে রবিবারও পথে নেমেছে কলকাতাবাসী। শহরের নানা প্রান্তে চলছে মিছিল, জমায়েত। তাতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেমন অংশগ্রহণ করেছেন, তেমনই স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন অন্যান্য পেশার প্রতিনিধিরাও।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.