২০২৫ সালে পদ্ম সম্মানের প্রাপকের তালিকা সদ্য ঘোষিত হয়েছে। প্রতিবারের মতো এবারেও প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষিত হয়েছে এই সম্মান। এবার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ১৩৯ জন। এঁদের মধ্যে ৭ পদ্মবিভূষণ রয়েছে, ১৯ পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে। তবে তালিকা বলছে, বাংলায় চলতি বছরে আসেনি একটিও পদ্মবিভূষণ ও পদ্মভূষণের সম্মান। পশ্চিমবঙ্গ থেকে যদিও একাধিক ব্যক্তিত্ব পেয়েছেন পদ্ম সম্মান।
বাংলা থেকে চলতি বছরে কারা পেলেন পদ্ম সম্মান?
সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ১১৩ টি পদ্মশ্রী সম্মানের প্রাপকদের মধ্যে মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎও জায়গা করে নিয়েছেন। তিনি ছাড়াও বাংলার বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর পেয়েছেন পদ্ম সম্মান। তিনিও পদ্মশ্রীতে ভূষিত। ৭০ বছর বয়সী মমতা শঙ্কর এইচটি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,' আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব। মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার! আজ যারা আমার পাশে নেই, আমার বাবা মা, মানিক কাকা (সত্যজিৎ রায়), মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এদের সবার সবার কথা মনে পড়ছে।'
বাংলার এই দুই তারকা ছাড়াও পদ্মশ্রী সম্মানে বাংলা থেকে ভূষিত হয়েছেন। সন্ন্যাসী কার্তিক মহারাজ, সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক, হাবড়ার বাসিন্দা গোকুল চন্দ্র দাসের মতো ব্যক্তিত্বরা। এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়।
উল্লেখ্য, এবারের পদ্ম সম্মানে অসমের নৃত্যাচার্য যতীন গোস্বামী সম্মানিত হয়েছেন। দেশের তাবড় অর্থনীতিবিদ প্রয়াত বিবেক দেবরায়কে সম্মানিত করা হচ্ছে মরণোত্তর পদ্মভূষণে। প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টদের এই বিশেষ পদ্ম সম্মানে ভূষিত করা হয় সরকারের তরফে। ২০২৫ সালে তারই তালিকা এল সামনে।