বাংলা নিউজ > বাংলার মুখ > Sandeshkhali Incident: আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত পাচ্ছেন বাসিন্দারা

Sandeshkhali Incident: আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত পাচ্ছেন বাসিন্দারা

সন্দেশখালি গণ-আন্দোলন (ফাইল ছবি)

চাকা ঘুরছে সন্দেশখালিতে। গণ-আন্দোলনের চাপে বাসিন্দাদের লুট হওয়া জমি, পুকুর, বাড়ি উদ্ধার করে ফেরত দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।

মানুষ ক্ষেপে গেলে যে কি পরিস্থিতি তৈরি হয়, তা ভালোই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস। আর, সেই কারণেই মানে মানে যার যা জমি, তাকে তা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে! সন্দেশখালি আন্দোলন ও পরবর্তীতে ভুক্তভোগীদের জমি ফেরত প্রসঙ্গে এমনই মত স্থানীয় বিজেপি নেতৃত্বের।

সরকারি তথ্য বলছে, সন্দেশখালি আন্দোলনের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যে শিবিরগুলি করা হয়েছিল, সেই শিবিরগুলিতে গত কয়েক মাসে অন্তত হাজার খানেক অভিযোগ জমা পড়েছে। পুলিশ ও প্রশাসন তৎপরতার সঙ্গে সেই অভিযোগগুলির নিষ্পত্তি করছে। ফলস্বরূপ, অনেকেই তাঁদের হৃত সম্পত্তি ফেরত পাচ্ছেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে তাঁর সাঙ্গোপাঙ্গোদের হাতে রীতিমতো হেনস্থা হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে। শাসকদলের নেতাদের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন সারা দেশের নজর কেড়েছে।

শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের মতো নেতারা গ্রেফতার হতেই এলাকাবাসী তাঁদের উপর শাসক শিবিরের দীর্ঘদিন ধরে চলা জোর-জুলুম ও অত্যাচার নিয়ে সরব হন। তাঁরা একসুরে অভিযোগ করেন, তাঁদের জমি, বাড়ি, পুকুর জবরদখল করেই ফুলেফেঁপে উঠেছেন শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা।

গণ-আন্দোলনের প্রবল চাপে এরপর সন্দেশখালিতে পুলিশের বিশেষ শিবির করা হয়। একাধিক শিবিরে নিজেদের জমি, পুকুর চুরির অভিযোগ জানান ভুক্তভোগীরা। এত দিনে সেই লড়াইয়ের সুফল পাচ্ছেন তাঁরা। একে একে ফেরত পাচ্ছেন লুট হয়ে যাওয়া বিভিন্ন স্থাবর সম্পত্তি।

আনন্দবাজার প্রত্রিকায় (অনলাইন) প্রকাশিত তথ্য অনুসারে, এক বাসিন্দার প্রায় ১৬ শতক জমি দখল করে নিয়েছিল স্থানীয় এক প্রভাবশালী। এটি সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট থানা এলাকার অন্তর্গত বয়ারমারি-২ পঞ্চায়েতের ঘটনা।

ওই জমির আসল মালিক জানিয়েছেন, জমি দখলের পরই পুলিশে নালিশ জানিয়েছিলেন তিনি। কিন্তু, তখন তাঁর অভিযোগে আমল দেওয়া হয়নি। কিন্তু, আন্দোলনের পর ছবিটা বদলে গিয়েছে। পুলিশের তরফে সম্প্রতি জমি ফেরত দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি, ওই পরিবার তাদের জমির লিজের টাকাও ফের পেতে শুরু করেছে।

একই ঘটনা ঘটেছে ন্যাজাট থানার কানমারি এলাকায়। স্থানীয় কয়েক জন মাতব্বর এলাকারই এক চাষির জমি দখল করে নিয়েছিল। সম্প্রতি সেই জমিও পুলিশের উদ্যোগে ফেরত পেয়েছেন ওই কৃষক।

সরবেড়িয়া গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন তাঁর পাকা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। গাছ কেটে ওই বাসিন্দার জমি নিজের নামে নথিভুক্ত পর্যন্ত করিয়ে নিয়েছিল সিরাজউদ্দিন। ভয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হয়েছিল ভুক্তভোগী পরিবারটি। সন্দেশখালি আন্দোলনের পর পরিবারটি গ্রামে ফেরে। ফিরে পায় নিজেদের হারানো সমস্ত সম্পত্তি।

পরিস্থিতি যে বদলেছে এবং সেই বদল যে ইতিবাচক, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের কথাতেও। পুলিশ ও প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, জমি, বাড়ি, পুকুর দখলের কয়েকশো অভিযোগের মীমাংসা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। বাকি অভিযোগগুলিও খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে।

আর স্থানীয় তৃণমূল নেতারা কী বলছেন? তাঁরা বলছেন, জমি দখলের মতো বেআইনি ঘটনা তাঁরা কিছুতেই বরদাস্ত করবেন না! ব্যবস্থা যা নেওয়া প্রশাসনই নেবে। আইন মেনেই সর্বত্র পদক্ষেপ করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে লাকি কারা আজ? ২৩ জানুয়ারি ২০২৫র রাশিফল দেখে নিন নেতাজি জয়ন্তীতে ব্যাঙ্ক খোলা কলকাতা-সহ বাংলায়? ছুটি সরকারি অফিসে? রইল তালিকা আগামী মাসে দিল্লিতে বিএসএফ- বিজিবি শীর্ষ পর্যায়ে বৈঠক, কী নিয়ে আলোচনা হতে পারে? আগুন আগুন বলে চিৎকার, লাফ! মহারাষ্ট্রে রেলে দুর্ঘটনায় যাত্রীর হাড়হিম অভিজ্ঞতা গো হত্যার ভিডিয়ো শেয়ার করার অভিযোগ, অসমে গ্রেফতার ৬ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? এবার নতুন ভূমিকায় ঋষি সুনক, ফিরছেন শিক্ষার আঙিনায় খোঁড়াচ্ছেন রশ্মিকা! জখম নায়িকার দিকে সাহায্যের হাত ‘জেন্টলম্যান’ ভিকির ৩ স্পিনার কেন প্রথম একাদশে? ম্যাচ জিতে খোলসা করলেন সূর্য, দিলেন গম্ভীরকে কৃতিত্ব কাজ নেই, বন্ধ করেন খাওয়াদাওয়া, ১৩ লাখের চুক্তি পেতে অবশেষে অনশন ভাঙলেন গুরুচরণ

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.