বাংলা নিউজ > বাংলার মুখ > Viral Video: টিকিট নিয়ে TMC MLAর ট্রেন সফর-সঙ্গীকে TTE প্রশ্ন করতেই তুলকালাম! ভিডিয়ো পোস্ট অগ্নিমিত্রার

Viral Video: টিকিট নিয়ে TMC MLAর ট্রেন সফর-সঙ্গীকে TTE প্রশ্ন করতেই তুলকালাম! ভিডিয়ো পোস্ট অগ্নিমিত্রার

কানাইচন্দ্র মণ্ডলের ট্রেনের সফরসঙ্গীর টিকিট নিয়ে তুমুল বচসা।

ভিডিয়োয় শোনা যাচ্ছে, এক পুরুষ কণ্ঠ বলছে, ‘ আপনি এমএলএ বলে যা খুশি করবেন?’ একইসঙ্গে মহিলা কণ্ঠও সরব হতে থাকে। এক মহিলা বলছেন, ‘ট্রেনে এমন একটা হ্যাজার্ড.. একটা ক্যাওস সৃষ্টি করছেন, অন্যের টিকিট-এ চলে আসবেন?’

সদ্য আরজি কর কাণ্ড ঘিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব বিরোধীরা। এরই মাঝে বিজেপির অগ্নিমিত্রা পাল টুইটারে পোস্ট করলেন একটি চাঞ্চল্যকর ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। তাঁর অভিযোগ, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে সদ্য ইন্টারসিটি এক্সপ্রেসে সফর করছিলেন ২জন, যাঁদের মধ্যে এক জনের কাছে যে টিকিট ছিল, তা তাঁর নিজের নয়। তা নিয়ে ট্রেনের টিকিট পরীক্ষক প্রশ্ন করতেই পাল্টা সরব হন বিধায়ক। এরপরই ট্রেনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বলে অগ্নিমিত্রার অভিযোগ। ঘটনা নিয়ে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন।

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ট্রেনের অন্দরে টিকিট পরীক্ষকের প্রশ্নের মুখে পড়েছেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। অগ্নিমিত্রা পাল-এর পোস্টে অভিযোগ করা হয়েছে, কানাইচন্দ্র মন্ডলের সঙ্গে ২ জন সফর করছিলেন, তাঁদের মধ্যে একজনের কাছে ছিল না নিজের টিকিট। এদিকে, ভিডিয়োয় শোনা যাচ্ছে, এক পুরুষ কণ্ঠ বলছে, ‘ আপনি এমএলএ বলে যা খুশি করবেন?’ একইসঙ্গে মহিলা কণ্ঠও সরব হতে থাকে। এক মহিলা বলছেন, ‘ট্রেনে এমন একটা হ্যাজার্ড.. একটা ক্যাওস সৃষ্টি করছেন, অন্যের টিকিট-এ চলে আসবেন?’ এরপরই এই বক্তব্যের জবাব দিতে উদ্যত হন তৃণমূলের বিধায়ক। পাল্টা সহযাত্রীরা আরও সরব হন। মহিলা কণ্ঠ বলতে শুরু করেন,'আপনি টিটিইকে টিকিট দেখান'। এই পরিস্থিতিতে গলা চড়াতে দেখা যায় বিধায়ককে। পাল্টা সহযাত্রীরাও সরব হতে থাকেন। অনেককে দেখা যায়, ঘটনার ভিডিয়ো করতে। তখন দেখা যায়, আরও একজন বক্তব্য রাখছেন বিধায়কের হয়ে। আবারও মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘জেনারেলের টিকিট নিয়ে আপনি এখানে বসে..’। তুমুল বচসার ভিডিয়ো পোস্ট করে বহু প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা।

(Sandip Ghosh Arrest Latest: হাসপাতালে গিয়ে নয়, সন্দীপদের মেডিক্যাল টেস্ট করতে গভীররাতে নিজাম প্যালেসে ডাক্তারদের টিম )

ভিডিয়োর শেষ অংশে দেখা যায় সেই মহিলা কণ্ঠ বলছেন,'কী অবস্থা.. হয় না এসব। আপনারা যা খুশি করছেন…।' বারবার বক্তব্য ওঠে,'ওনার নামে তো টিকিট নেই।' এরপরই বিধায়ককে বলতে শোনা যায়, ‘আপনি কোর্টে যান..।’ পাল্টা পুরুষকণ্ঠ বলতে শোনা যায়,'কেন যাব কোর্টে'। তখন ওই মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘আপনারা পারবেন না.. এই তো চলছে দেশে’। এই ভিডিয়ো পোস্ট করে নিয়ম মানা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অগ্নিমিত্রা পল।

 

 

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এই গ্রামে দশেরা কোনও উৎসব নয়, রাবণের মৃত্যুতে আজও শোকপালন করেন বাসিন্দারা, কেন? 'ভুল থেকে আমি…' নাতাশার সঙ্গে ডিভোর্সের পর প্রথম জন্মদিন, কী শপথ নিলেন হার্দিক? ‘এটুকু স্বার্থত্যাগ…’, জুনিয়র ডাক্তারদের ডাকা অরন্ধন নিয়ে আবেদন সুদীপ্তার চোট নাকি অন্য কিছু? কী জন্য IND vs NZ Test সিরিজ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি? অনশনে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যালের এক ছাত্র, ভর্তি করা হল হাসপাতালে নবমীতে বাংলার নারীশক্তির জয়গাথা! এশিয়ান TT-তে 'পদক জিতে' ইতিহাস ঐহিকা-সুতীর্থার সব বাথরুমগুলোতে খুঁজলাম, কেউ আটকে পড়েনি তো! দুর্ঘটনায় বাগমতি, কীভাবে উদ্ধারকাজ? নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, লক্ষ্মীপুজো থেকে বৃষ্টি বাড়বে! এখন কোন জেলায় হবে? ‘‌হিন্দুদের রাজনৈতিক হাতিয়ার হতে দেওয়া হবে না’‌ কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা বন্ধ চা–বাগানগুলিও মেতে উঠল দুর্গাপুজোয়, রাজ্যের অনুদানে উৎসবে ফেরেন শ্রমিকরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.