Rain Forecast on Bijoya Dashami: পঞ্জিকা বলছে যে আজ দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। তবে আজ তো সব প্রতিমা নিরঞ্জন হবে না। অনেকেই দশমীতেও প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা সেরে রেখেছেন। সেই পরিস্থিতিতে আজ (বুধবার) রাজ্যের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে দশমীতে দেবী দুর্গার বিদায়ের দিনে পশ্চিমবঙ্গের কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ পশ্চিমবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6দশমীতে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা: নবমীতে উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টিপাত হলেও দশমীতে বৃষ্টির মাত্রা অনেকটাই কমবে। আজ (বুধবার, ৫ অক্টোবর) উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
4/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, স্বল্প সময়ের জন্য বৃষ্টি হবে। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। এখনই যেমন কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল ৯ টা ১০ মিনিট থেকে শুরু হবে বৃষ্টি। চলবে এক থেকে দুই ঘণ্টা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ - রাজ্যের কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও আজ অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় বৃষ্টি চলবে। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্ধ্রপ্রদেশের উত্তর এবং দক্ষিণ উপকূলবর্তী এলাকায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)