বাংলা নিউজ > বাংলার মুখ > Rain Forecast on Bijoya Dashami: মা দুর্গার বিদায়বেলায় ভাসবে বাংলা? বৃষ্টিতে কি ভেস্তে যাবে দশমীর প্ল্যান?

Rain Forecast on Bijoya Dashami: মা দুর্গার বিদায়বেলায় ভাসবে বাংলা? বৃষ্টিতে কি ভেস্তে যাবে দশমীর প্ল্যান?

Rain Forecast on Bijoya Dashami: পঞ্জিকা বলছে যে আজ দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। তবে আজ তো সব প্রতিমা নিরঞ্জন হবে না। অনেকেই দশমীতেও প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা সেরে রেখেছেন। সেই পরিস্থিতিতে আজ (বুধবার) রাজ্যের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -

অন্য গ্যালারিগুলি