মার্চের তৃতীয় সপ্তাহেই লন্ডনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র এক রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ইউকে-তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে এবার বক্তৃতা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি ২০ মার্চ থেকে শুরু করে মার্চের ২৪ তারিখ পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ সেবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাভাইস ভিসি জোনাথন মিশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য় আমন্ত্রণ জানিয়েছিলন। মিশি সেবার জানিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন তাঁর আমন্ত্রণ। মিশে সেবার বলেন,'আমরা ওনাকে (মমতা বন্দ্যোপাধ্যায়) আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার জন্য।তিনি যাতে তাঁর লড়াই ও প্রাপ্তি নিয়ে সেখানে কথা বলেন। জীবন নিয়ে তাঁর ভাবনায় আমরা অভিভূত। জাতি বিদ্বেষ বিরোধিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তাঁর নীতি নিয়ে আমরা অভিভূত।' এদিকে, গত বছর ফেব্রুয়ারি মাসেই মমতা বলেছিলেন,' এবার আমি অক্সফোর্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। এটা এড়ানো যায় না।' সেবার মমতা জানিয়েছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের পড়ুয়ারাও তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছেন।
( Dhanadhya Yog: বহু বছর পর তৈরি হয়েছে ধনাঢ্য যোগ! শুক্র, শনির কৃপায় টাকা, সমৃদ্ধির জোয়ার ৩ রাশিতে)
এর আগে অক্সফোর্ডের তরফে মিশি বলেন, ‘আমরা চাইছি তাঁর বক্তৃতার ফোকাসে থাকুক মহিলাদের সশক্তিকরণ।’ প্রথমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ওই ভাষণের জন্য সময় নির্ধারিত হয়েছিল ২০২৪ সালের জুন মাস। তবে বিভিন্ন কারণে তাতে দেরি হয়। এদিকে, বিশ্বের অন্যতম কুলীন এই শিক্ষা প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মার্চে যান, তাহলে তা নিঃসন্দেহে বাংলার জন্য বড় খবর। বাংলার জন্য তা গর্বের অধ্যায়ের পাশাপাশি, বাংলার রাজনীতিতেও তা সাড়া জাগানো খবর হতে পারে। তবে আপাতত রিপোর্টে এই সম্ভাবনার কথা উল্লেখ থাকলেও, সরকারের তরফে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।