আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ শোকস্তব্ধ। ব্যস্ত শহরের রাতে, নিজের চেনা পরিসরে, নিজের কর্মস্থলে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। এই মৃত্যু ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। আগেই এই মামলায় সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে তারপরও প্রশ্ন উঠছে নানান।
সোদপুর পানিহাটির মেয়ের এই মৃত্যু চোখে জল বাঁধ মানেনি বাংলার। সন্তানহারার পানিহাটির ওই দম্পতির শোকে আজ বহু মায়ের বুকে হাহাকার, বহু বাবার কাছে প্রশ্ন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে।
আজ স্বাধীনতা দিবসের আগের রাতে, সেই নৃশংস হত্যার প্রতিবাদে বাংলায় ‘মেয়েরা রাত দখল করো’র ডাক। সেই ডাকে কলকাতা থেকে জেলা ছাড়িয়ে ডাক পৌঁছেছে দেশের নানান প্রান্তে… সর্বত্র রয়েছে প্রতিবাদ মিছিল। তীব্র প্রতিবাদে আজ গলা ফাটাবে কল্লোলিনী তিলোত্তমা। গর্জে উঠেছে চুঁচুড়া থেকে সোদপুর। হিন্দুস্তান টাইমস বাংলায় দেখুন হাইলাইটস।
মধ্যরাত ১২ টা পার.. শুরু স্বাধীনতা দিবস সময়ক্ষণ..
মধ্যরাত ১২ টা পার হতেই বহু জায়গার মিছিল থেকে দেশাত্মবোধক গান শোনা যায়। অনেকেই জাতীয় পতাকা কাঁধে যোগ দেন মিছিলে। যাদবপুর থেকে দিঘা, দিনাজপুর থেকে অ্যাকাডেমি চত্বর, প্রতিবাদের ভাষা এক। কোনও রাজনৈতিক রঙ না নিয়ে নাগরিক সমাজ ঐকব্যবদ্ধ হলে, মহিলারা একজোট হলে.. কী ছবি উঠে আসতে পারে, তা দেখল আজকের রাত।
দিনাজপুরে প্রতিবাদ
আর জি কর হাস্পাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ অর্থাৎ বুধবার রাত্রি সাড়ে এগারোটার সময় বালুরঘাট থানা মোড়ে মহিলারা 'রাত জাগো'কর্মসূচি পালন করেন। এই কর্মসূচির প্রথমেই থাকছে মশাল প্রজ্জ্বলন এবং এর সাথে থাকছে প্রতিবাদ গান। পরবর্তীকালে মানব বন্ধন কর্মসূচিও দেখা যায়।
যেন অচেনা রাজপথ থেকে গলি… মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো
এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শেষবার কবে দেখেছে বাংলা? এই ছবি দেখলে সেই প্রশ্ন উঠতে পারে। মিছিলে মিছিলে স্বাধীনতার প্রাক মুহূর্তে বাংলা জুড়ে যেন রাস্তায় নেমেছেন শত শত ‘দুর্গা’রা। দিনে নয়, রাতে। যে রাতে মহিলাদের চলাফেরা নিয়ে থাকা বহু প্রশ্ন। এমনই শহরের এক রাতে আর জি কর-এর অন্দরে নৃশংস যৌন অত্যাচার, খুনের অভিযোগ রয়েছে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে। আর তার কয়েক দিন পরের রাতে শহর জুড়ে সেই মৃত্যুর প্রতিবাদ শুরু।
রাতের কলকাতায় যেন নেমে এল ‘অকাল দেবীপক্ষ’!
দুর্গাপুজো আসতে এখনও বাকি কিছুটা সময়। তবে কলকাতার অ্যাকাডেমি চত্বর থেকে রানীগঞ্জ, চুঁচুড়া থেকে কাটোয়া নেমেছে আজ আরজি কর-এ নির্যাতিতার অত্যাচারের বিরুদ্ধে।
সৌরসেনী, চৈতি ঘোষালরা রাত দখলের মিছিলে
সৌরসেনী, চৈতি ঘোষাল, মৌসুমী ভৌমিক সহ একাধিক সেলেবদের দেখা গিয়েছে যাদবপুর এইট-বিতে। আরজি কর কাণ্ডে ‘দখল করো.. দখল করো’র ডাক দিয়ে কার্যত অকাল দেবীপক্ষ কলকাতা থেকে বেঙ্গালুরু, মুম্বই, কানপুর সহ গোটা দেশে।
অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ
অ্যাকাডেমি চত্বরে রাত বাড়তেই মহিলারা নেমেছেন রাত দখলে। দিকে দিকে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খধ্বনি। সেখানে ‘জাস্টিস ফর আর জি কর’ এর স্লোগানে মুখরিত এলাকা।
‘রাত দখল’কে সমর্থন তৃণমূলের সুখেন্দু শেখরের
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও বুধবার রাত দখলের ডাকে সাড়া দিয়ে সেখানে সামিল হওয়ার বার্তা দিয়েছেন। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও একটি মেয়ে ও ছোট নাতনি আছে…’
যাদবপুরে জোরালো বার্তা রিমঝিমের
মেয়েদের রাত দখলের এই ডাকে সাড়া দিয়েছে গোটা বাংলা। যে উদ্যোগের নেপথ্যে ছিলেন রিমঝিম সিংহ। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সাড়া দিয়ে আজ রাত দখলে নেমেছেন মহিলারা। রিমঝিম বলেন,'আমাদের সকলের মধ্যেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমরা জড়ো হয়েছি। বিচার তো আমরা অবশ্যই চাইব। কিন্তু মনে রাখতে হবে, কাঠামোগত পরিবর্তন দরকার।' তিনি বলেন,'মূলে গিয়ে শোষণের প্রত্যেকটা কারণকে তুলে ধরা দরকার। '
আর এক ঘণ্টার অপেক্ষা
রাত ১১.৫৫ মিনিট থেকে ‘মেয়েরা রাত দখল করো’র সমাবেশ শুরু। যাদবপুর এইট বি, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিজ চত্বর ছাড়াও কলকাতার বিভিন্ন জায়গা থেকে নাগরিকদের এই প্রতিবাদ মিছিল চলবে আজ।
মুম্বইয়ের লোখন্ডওয়ালায় বিক্ষোভ
মুম্বইয়ের লোখন্ডওয়ালায় বাসিন্দারা শান্তিপূর্ণ বিক্ষভে অংশ নেন। সেখানে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে চলে এই মিছিল।
বিক্ষোভ উত্তর ২৪ পরগনায়
পানিহাটি এইচ বি টাউন মোড়ে সোদপুর মধ্যমগ্রাম রোডে গানে কবিতায় আকার মধ্যে দিয়ে প্রতিবাদ সানি তো হচ্ছে এলাকার সাধারণ মানুষ পরিবারের মহিলারা এসে সেই প্রতিবাদ মঞ্চে অংশগ্রহণ করে।
নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে বিক্ষোভ
'মেয়েরা রাত্ দখল করো' স্লোগানকে সামনে রেখে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে বিক্ষোভ। এই বিক্ষোভে শামিল নিউ টাউন শহরের বাসিন্দারা। এই কর্মসূচিতে দেখা যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতা গৌতম দেবের ছেলে সপ্তর্ষী দেবকেও।
'পায়ে ধরে অনুরোধ'… ডাক্তারদের উদ্দেশে কী বললেন মমতা?
এদিকে, স্বাধীনতা দিবসের আগের রাতে গোটা বাংলা যখন ‘মেয়েরা রাত দখল করো’ র ডাক দিয়েছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের প্রতি দিলেন বড় বার্তা। তিনি বলেছেন,' পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। অনেক আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, এটা আমার আবেদন। আমার স্বাস্থ্য সচিব এই আবেদন জানিয়েছেন। আজ আমিও আবেদন করছি। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।'
যাদবপুর ৮-Bতে বাড়ছে ভিড়
রাত যত বাড়ছে কলকাতা আজ ততই সরগরম। অ্যাকাডেমি চত্বর, যাদবপুর এইট বি, আরজি কর এর সামনে সর্বত্রই একই ছবি। জমায়েত শুরু হচ্ছে। ‘মেয়েরা রাত দখল করো’ র ডাকে সাড়া দিয়ে সকলে সেখানে আসতে আরম্ভ করেছেন। যাঁর আহ্বানে এই গোটা প্রব, সেই রিমঝিমও যাদবপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছেন।
‘রাত দখল’ এর ডাকে উদ্যোক্তা রিমঝিম, কে তিনি?
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সমাজবিজ্ঞান গবেষক ড. রিমঝিম সিনহা এই 'রাত দখল' এর ডাক দিয়ে প্রতিবাদের জন্য উদ্যোগ নেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সাড়া দেন লাখ লাখ মানুষ। আর তাতে সাড়া দিয়েই আজ কলকাতা ও জেলায় জেলায় স্বাধীনতা দিবসের আগে প্রতিবাদ মিছিল।
মৃতা ছিলেন সোদপুরের বাসিন্দা.. বাবা পেশায় ব্যবসায়ী
মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। আর সেই মেয়ের জন্য বাংলা জুড়ে লক্ষ লক্ষ মেয়ে আজ সরব। আজ বাংলায় রাত দখলের পালা। উত্তর ২৪ পরগনার সোদপুরের নাটাগড়ের বাসিন্দা ছিলেন মৃতা। বাবা পেশায় বস্ত্র ব্যবসায়ী। মা গৃহবধূ। আর তাঁদের একমাত্র সন্তান ছিলেন মৃতা। যাঁর বিচারের দাবিতে আজ বাংলা জুড়ে গর্জন।
প্রতিবাদ নবদ্বীপে
নদিয়ার নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ বাস স্ট্যান্ডে এদিন মানুষ জমায়েত করে সরব হন আরজি কর কাণ্ডের প্রতিবাদে। এদিন সন্ধ্যায় স্বরুপগঞ্জ এলাকার পুরুষ মহিলারা পথে নেমে মোমবাতি জ্বেলে প্রতিবাদ জানানোর পাশাপাশি মৃত মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রাত জেগে রাজপথে মেদিনীপুর
এগরা শহরের দীঘা মোড় থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়ে এগরা শহর পরিক্রমা করে ফের দীঘা মোড়ে এসে শেষ হয়। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে কেঁপে ওঠে এগরা শহর। মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।
দিনহাটা রাজপথ দখল করল মেয়েরা
শহিদ হেমন্ত বসুর কর্নারে সাড়ে সাতটায় একে একে জমায়েত হতে শুরু করেন দিনহাটা শহর এবং শহর প্রান্তিক এলাকার মহিলারা। শুরু হয় তাঁদের 'রাত দখল' এর ডাকে সাড়া দিয়ে অভিযানের পালা। তাঁরা ঘটনার প্রতিবাদ করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।
গর্জে উঠল চুঁচুড়া, চন্দননগর
আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে সরব চুঁচুড়া, চন্দননগর। এদিন সন্ধ্যায় চুঁচুড়ার ডিআই অফিস থেকে হাসপাতাল মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। এদিন চন্দননগরেও দেখা যায় প্রতিবাদ মিছিল
গোটা দেশ গর্জে ওঠার অপেক্ষায়
ঘড়ির কাঁটায় ১১.৫৫ মিনিট হতেই কলকাতা থেকে জেলা, ভিন রাজ্যের রাজপথে পা মেলাবেন মহিলারা। ডাক রয়েছে ‘মেয়েরা রাত দখল করো’। 'রিক্লেম দ্য নাইট' আহ্বানে আর জি কর-এর অন্দরে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যু ও ধর্ষণ ঘিরে গর্জে উঠবে বাংলা। শুরু হয়ে গিয়েছে সেই গর্জনের কাউন্টডাউন।