RG Kar-কাণ্ডে বহু গুজব, ভুয়ো তথ্যের নেপথ্যে কি পাকিস্তান, বাংলাদেশের IP অ্যড্রেস? পুলিশের নোটিস গেল UP সহ বহু রাজ্যে
Updated: 20 Aug 2024, 03:13 PM ISTপশ্চিমবঙ্গ সহ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান ... more
পশ্চিমবঙ্গ সহ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান মিলিয়ে মোট ২৮০ জনের কাছে, আরজি কর ইস্যুতে, নির্যাতিতার ছবি প্রকাশ, গুজব ছড়ানো ও ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে গিয়েছে কলকাতা পুলিশের নোটিস।
আরজি কর কাণ্ডে একের পর এক প্রতিবাদে উত্তাল শহর। বর্ষার রাজপথ থেকে গলিতে, শহর থেকে গ্রামে পৌঁছে গিয়েছে প্রতিবাদের স্বর। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এই আরজিকর ইস্যুতে যাঁরা ভুয়ো খবর, রটনা, গুজব বা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া হচ্ছে পুলিশ। এছাড়াও নির্যাতিতার ছবি প্রকাশ ঘিরেও কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এপর্যন্ত, পশ্চিমবঙ্গ তো বটেই, তা বাইরেও বহু রাজ্যের বেশ কয়েকজনের কাছে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গিয়েছে কলকাতা পুলিশের নোটিস।
পরবর্তী ফটো গ্যালারি