RG Kar Protest rally:CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, আরজি কর-প্রতিবাদে মশাল হাতে রাজপথে নাগরিক সমাজও
Updated: 20 Sep 2024, 09:30 PM ISTএদিন নাগরিক সমাজের মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুর... more
এদিন নাগরিক সমাজের মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা। এই মিছিলে উপস্থিত ছিলেন আইটি কর্মী, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, বিজ্ঞানী, অধ্যাপক, সহ নাগরিক সমাজের বিশিষ্টজনরা। রাত ১২ টায় এই মিছিল শেষের কথা।
পরবর্তী ফটো গ্যালারি