বাংলা নিউজ > বাংলার মুখ > SC on RG Kar Case Latest: নির্যাতিতার নাম মুছতে হবে..আরজি কর নিয়ে মঙ্গলের সুপ্রিম শুনানিতে উইকিপিডিয়াকে নির্দেশ কোর্টের

SC on RG Kar Case Latest: নির্যাতিতার নাম মুছতে হবে..আরজি কর নিয়ে মঙ্গলের সুপ্রিম শুনানিতে উইকিপিডিয়াকে নির্দেশ কোর্টের

আরজি কর মামলায় উইকিপিডিয়াকে কোন নির্দেশ সুপ্রিম কোর্টের?

দেশের শীর্ষ আদালত উইকিপিডিয়াকে সাফ নির্দেশ দিয়েছে, যাতে এই ঘটনা নিয়ে উইকিপিডিয়ার যে পেজ রয়েছে, তা থেকে যেন নির্যাতিতার নাম মুছে ফেলা হয়।

আর জি কর কাণ্ড ঘিরে আজ মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। সেই মামলা ঘিরে কী কী উঠে আসছে, সেই খবরের দিকে নজর ছিল গোটা বাংলার। এদিকে, সুপ্রিম কোর্টের তরফে এই মামলা নিয়ে একাধিক বার্তা দেওয়া হয়েছে। এরই মাঝে দেশের শীর্ষ আদালতের অন্যতম বড় নির্দেশ গিয়েছে উইকিপিডিয়ার কাছে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ  উইকিপিডিয়াকে বলা হয়েছে, অবিলম্বে উইকিপিডিয়ার পেজ থেকে আরজি কর-র নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে।

গুগলে সার্চ ইঞ্জিনে আরজি কর-এর ঘটনা নিয়ে খোঁজ করলে উইকিপিডিয়ার পাতায় উঠে আসছে আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম। যা নিয়ে মঙ্গলবারের শুনানিতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত উইকিপিডিয়াকে সাফ নির্দেশ দিয়েছে, যাতে এই ঘটনা নিয়ে উইকিপিডিয়ার যে পেজ রয়েছে, তা থেকে যেন নির্যাতিতার নাম মুছে ফেলা হয়। উল্লেখ্য, এর আগে, আরজি করের ঘটনা ঘিরে রাজ্য ছাড়িয়ে দেশের নানান প্রান্তি গর্জে ওঠেন মানুষ। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নানান জায়গায় নির্যাতিতার ছবি ও নাম প্রকাশিত হতে দেখা গিয়েছে। যা নিয়ে সেই সময় উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই সোশ্যাল মিডিয়ার পাতা থেকে ধীরে ধীরে মুছে দেওয়া হয়েছে নির্যাতিতার ছবি ও নাম। সেই সময় পুলিশও এই বিষয়ে কড়া পদক্ষেপ করেছিল।

(Medical student Death: RG Kar কাণ্ডের মাঝে এবার MD পড়ুয়ার মৃত্যু, ২০১৭র নিট টপার নবদীপের দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য )

এরপর নির্যাতিতার নাম প্রকাশ ঘিরে সেই প্রসঙ্গ ফের উঠল মঙ্গলবারের সুপ্রিম শুনানিতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই ইস্যু ঘিরে অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট সাফ নির্দেশ দিয়েছে যাতে উইকিপিডিয়া আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম মুছে দেয় তাদের পেজ থেকে। এর আগেও আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম ছবি প্রকাশ করা নিয়ে সমালোচনা করেছিল দেশের শীর্ষ আদালত। 

এদিকে, আজ সিবিআইয়ের রিপোর্ট দেখে বিচলিত হয়েছে সুপ্রিম কোর্ট। এমনই দাবি বহু রিপোর্টের। প্রধানবিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ‘সিবিআই রিপোর্টে যা লিখেছে, তা খুবই উদ্বেগের।’মঙ্গলবারের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করে সিবিআই। তার সাপেক্ষেই কোর্ট ওই বার্তা দিয়েছে।

  

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ? 'রক্ত মাংসের লক্ষ্মীদের অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার ‘আইস পিক দিয়ে বন্ধুর দাদাকে কুপিয়ে খুন করেছিল বাবা সিদ্দিকির অন্যতম হত্যাকারী’ আগামিকাল কেমন যাবে? ছুটির পরের সোমবারে সুখবর আসবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ব্রা না পরে একটি দিন উদযাপন! ‘নো ব্রা ডে’-র নেপথ্যে কী কারণ অনশনের চাপে বৈঠক ডাকলেন মুখ্য়সচিব, চিকিৎসক সংগঠনের কাছে গেল জোড়া চিঠি একরাশ বুদবুদের মাঝে মালতি! প্রিয়াঙ্কা কন্যার ছবি প্রকাশ্যে আসতেই ভাইয়াল ওটিটি নিয়ে মোহন ভগবতের সুরে সুর মেলালেন প্রহ্লাদ যোশী! কনটেন্টে আসবে বড় বদল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.