লোকসানের জেরে ২০১৩ সালে সেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ২০২১ সালে অক্টোবরে এই রুগ্ন ইস্পাত কারখানাকে অধিগ্রহণ করে শাকম্ভরী গোষ্ঠী। এরপর নতুন করে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেটা পরিবর্ধনের পরিকল্পনা।
1/5রাজ্যে বাড়ছে ইস্পাত শিল্প। কারখানার বিস্তারের জন্য সরকারের কাছে পরিবেশগত ছাড়পত্রের আবেদন করল শাকম্ভরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড। পুরুলিয়ার এই ইস্পাত কারখানা দ্রুত হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সূত্রের খবর, এই বিস্তার প্রকল্পে প্রায় ৩,৪২০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় ৩২০ একর স্থান জুড়ে তৈরি করা হবে কারখানা। ফাইল ছবি: SPS (SPS Group)
2/5পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের পড়াডিহা গ্রামের এর কারখানা আদতে বিকাশ মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেডের অধীনে ছিল। তবে লোকসানের জেরে ২০১৩ সালে সেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ফাইল ছবি: টুইটার (SPS Group)
3/5২০২১ সালে অক্টোবরে এই রুগ্ন ইস্পাত কারখানাকে অধিগ্রহণ করে শাকম্ভরী গোষ্ঠী। এরপর নতুন করে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। নয়া নাম দেওয়া হয় এসপিএস স্টিলস রোলিং মিলস লিমিটেড(ইউনিট টু)। ফাইল ছবি: SPS (SPS Group)
4/5সংস্থার দাবি, বর্তমানে সেখানে ২০০-৩০০ জনের কর্মসংস্থানের ক্ষমতা রয়েছে। তবে আগামিদিনে বিস্তার পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৯০০-১০০০ জনের চাকরি হবে এই কারখানায়। ফাইল ছবি: টুইটার (SPS Group)
5/5চলতি বছরের শুরুতে কারখানার নতুন ইউনিটের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্কালীন শিল্প, বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছবি: টুইটার (SPS Group)