বাংলা নিউজ > বাংলার মুখ > ঐতিহ্যবাহী কলেজের বাইরে লেখা ‘লেডি ব্রা’, অক্ষর চুরির অভিযোগ দায়ের থানায়‌

ঐতিহ্যবাহী কলেজের বাইরে লেখা ‘লেডি ব্রা’, অক্ষর চুরির অভিযোগ দায়ের থানায়‌

লেডি ব্র্যাবোর্ন কলেজ।

তার ফলে ইংরাজি ভাষায় এখন লেখা দাঁড়িয়েছে ‘লেডি ব্রা’।

অক্ষরের হেরফেরে কি বিপত্তি না হতে পারে তা ফের চাক্ষুষ করলেন কলকাতার মানুষজন। এমনকী এই অক্ষরের হেরফেরে অশ্লীল বিষয় সামনে এলো কলকাতায়। তাও আবার খোদ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার অক্ষর চুরির অভিযোগ দায়ের হল বেনিয়াপুকুর থানায়। কিন্তু এই অক্ষর চুরির ফলে যা দাঁড়াল তাতে হেসে খুন নেটিজেনরা। এমনই ঘটনা ঘটেছে শহরের বিখ্যাত লেডি ব্র্যাবোর্ন কলেজে।

ঠিক কী ঘটেছে সেখানে?‌ এদিন লেডি ব্র্যাবোর্ন কলেজের অক্ষর চুরির অভিযোগ উঠেছে। এই ঐতিহ্যবাহী কলেজের বাইরে ইংরেজি–বাংলা দু’টি ভাষায় লেখা নাম থেকেই কয়েকটি অক্ষর চুরি হয়ে গিয়েছে। তার ফলে ইংরাজি ভাষায় এখন লেখা দাঁড়িয়েছে ‘লেডি ব্রা’। তাতেই চক্ষু চড়কগাছ সকলের। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এই দেখে হাসলেও বিষয়টি যথেষ্ট গুরুতর।

এই নিয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন, ‘‌বিষয়টি আমাদের নজরে এসেছে। মনে হয় পেটের দায়ে কেউ চুরি করেছে। পুলিশকে বলেছি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করুন। পূর্ত দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। বাকি অক্ষরগুলি দ্রুত বসানোর অনুরোধ করেছি।’‌

উল্লেখ্য, কিছুদিন আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে নামের ফলক থেকেও বেশ কয়েকটি অক্ষর চুরি গিয়েছিল। ধাতব এই অক্ষরগুলি মূল্যবান সরকারি সম্পত্তি। এগুলি বেচে ভালো টাকাও পাওয়া যায়। তাই এভাবে অনেকে চুরি করছে বলে মনে করা হচ্ছে। কিন্তু লেডি ব্র্যাবোর্ন কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

বন্ধ করুন