শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান নিয়ে কনসার্টের আসর বসেছিল খাস কলকাতায়। রিপোর্ট বলছে, এই গানের আসর এতটাই সুপারহিট হয়েছে যে, আগামী দিনে আরও বেশ কয়েকটি ক্লাব এমন আয়োজনে উদ্যোগী। সদ্য মমতার লেখা ও সুরের গানের কনসার্ট বসেছিল কসবায়। সেখানে রাজডাঙায় পিঠেপুলি উৎসবের উদ্বোধনের দিনেই এমন আসর বসেছিল। কী কী গান সেখানে গাওয়া হল? কেমন ছিল Eceআসর? কারা গান গাইলেন? দেখে নিন।
‘সংবাদ প্রতিদিন’র প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, প্রায় এক হাজারের বেশি গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ২০০র বেশি গানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই সুর দিয়েছেন। আর তাঁর এই সুর দেওয়া ও লেখা গানের আসর বসল কলকাতার কসবায়। আসরে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, ডেপুটি পুলিশ কমিশনার দেবাশিস ঘোষ, রাজ্যের তৃণমূল সভাপতি সুব্রত বক্সি, সহকারী কমিশনার জয়সূর্য মুখোপাধ্যায়, টেবিল টেনিস তারকা পৌলমী ঘটক সহ অনেকেই।
কী কী গান গাওয়া হল, কারা গাইলেন?
অনুষ্ঠানের প্রথম শিল্পী ছিলেন মনোময় ভট্টাচার্য। তিনি ২ টি গান শুনিয়েছেন। এরপর মঞ্চে আসেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে অরিত্র দাশগুপ্ত, তৃষা পাড়ুইরা তাঁদের সঙ্গীতে মন জয় করে নিতে থাকেন দর্শকদের। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মোট ১৪ টি গান এদিন গাওয়া হয়। যে গানগুলি এদিন পরিবেশিত হয়েছে, সেগুলি হল-'আমার আড়ালে আমার আবডালে',' আমার আমি হারিয়ে যাক','এই স্বপ্নে দেখো ফুলের তালে',' মাটি আমার মনের ফসল',' মাটির ছোট্ট কুটিরে',' মাগো তুমি সর্বজনীন', ‘আকাশ যেখানে নীলিমায়’। অনুষ্ঠান ঘিরে সুশান্ত ঘোষ জানিয়েছেন, কসবা এলাকার আরও বেশ কয়েকটি ক্লাবে তরফে এমন অনুষ্ঠান করা হবে। শ্রীরাদা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এদিন ‘আমার আড়ালে, আমার আবডালে’ গানটি শুরু হতেই দর্শকের উচ্ছ্বাস দেখা যায়। শ্রীরাধার কথায় ‘মুখ্যমন্ত্রীর গানের প্রতিটি শব্দ যেন আমাদের সকলের হৃদয়ের অনুরণন।মনের কথা তিনি গানের খাতায় লিখে রেখেছেন।’