বাংলা নিউজ > বাংলার মুখ > Govt Employee with Knife: ছুটি নিয়ে বিবাদ? সহকর্মীদের কোপ মেরে রাস্তায় কারিগরি ভবনের কর্মী, নিউ টাউনে হুলুস্থূল!

Govt Employee with Knife: ছুটি নিয়ে বিবাদ? সহকর্মীদের কোপ মেরে রাস্তায় কারিগরি ভবনের কর্মী, নিউ টাউনে হুলুস্থূল!

ভাইরাল ভিডিয়োর অংশ।

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে নিউ টাউনের কারিগরি ভবনের সামনে। ওই ব্যক্তিকে এভাবে ছুরি হাতে হাঁটতে দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁকে নিরস্ত্র করার চেষ্টা করেন। তিনি বারবার অনুরোধ করায় শেষমেশ ওই ব্যক্তি ছুরিটি ফেলে দেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়।

মাঝ সপ্তাহের কাজের দিন। ব্যস্ত শহরের রাস্তা। আর তার মধ্য়েই হাতে রক্তমাখা ছুরি নিয়ে উদ্ভ্রান্তের মতো দ্রুত পায়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি! এমন দৃশ্য দেখে পথচলতি লোকজন থতমত খেয়ে গেলেও, ওই ব্যক্তির হাতে রক্তমাখা ছুরি দেখে কেউ আর তাঁর কাছে যাওয়ার সাহস পাননি।

মাঝারি উচ্চতা, একেবারে সাদামাটা চেহারার ওই ব্যক্তির পরনের পোশাকও খুবই সাধারণ। পিঠে ব্যাকপ্যাক, হাতে আরও একটি ঝোলা ব্যাগ - এই ধরনের ব্যাগে সাধারণত অফিসযাত্রীরা নিজেদের টিফিন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান।

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে নিউ টাউনের কারিগরি ভবনের সামনে। ওই ব্যক্তিকে এভাবে ছুরি হাতে হাঁটতে দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁকে নিরস্ত্র করার চেষ্টা করেন। তিনি বারবার অনুরোধ করায় শেষমেশ ওই ব্যক্তি ছুরিটি ফেলে দেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পরবর্তীতে টেকনো থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম অমিত কুমার সরকার। তিনি কারিগরি ভবনেই চাকরি করেন। সূত্রের দাবি, তিনি নাকি অফিসে ছুটির আবেদন করেছিলেন। কিন্তু, ছুটি পাননি। তা নিয়ে সহকর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। তাতেই রেগে গিয়ে তাঁদের উপর ছুরি নিয়ে হামলা চালান তিনি। যার ফলে কয়েকজন আহত হন।

এরপর ওই রক্তমাখা ছুরি ও নিজের ব্যাগপত্তর নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। অভিযোগ, তাঁর ছুরির কোপে একজন নিরাপত্তারক্ষী ও কয়েকজন পুলিশকর্মীও নাকি আহত হয়েছেন।

এদিকে, এই ঘটনা জানাজানি হতেই কয়েকজন সাংবাদিক ক্যামেরায় ভিডিয়ো রেকর্ডিং করতে করতে ওই ব্যক্তির পিছন পিছন হাঁটতে শুরু করেন। তাঁরা দূর থেকেই ওই ব্যক্তিকে মাথা ঠান্ডা করতে বলেন। ছুরি ফেলে দিতে বলেন। জবাবে, ওই ব্যক্তি তাঁদের কাছে না আসার জন্য হুঁশিয়ারি দেন। সেই ছবি ইতিমধ্য়েই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে।

একইসঙ্গে ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁর সহকর্মীরাই তাঁর বাবাকে উদ্দেশ করে কোনও অশালীন মন্তব্য করেছেন! তাতে তিনি রেগে গিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ ও পালটা অভিযোগের কোনও সত্যাসত্যই এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি।

সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যেই ধৃত অমিতের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছে। তিনি কেন এত রেগে গেলেন? কোথা থেকে ছুরি জোগাড় করলেন? সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এমনকী, অমিত কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কিনা, সেই দিকটাও দেখা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ বিহারে ৫ SSB জওয়ানকে পণবন্দি, নির্মম অত্যাচার গ্রামবাসীদের, ঠিক কী ঘটেছে? চৈত্র নবরাত্রিতে মায়ের কিসে আগমন? সংকট না সমৃদ্ধি কী ইঙ্গিত করছে দেবীর বাহন! তপ্ত মণিপুর! মার উপজাতির নেতাকে মারধর ঘিরে উত্তেজনা, চুরাচাঁদপুরে জারি ১৬৩ ধারা নুসরতের সই জাল করে টাকা তোলার অভিযোগ, দায়ের FIR, মুখ খুললেন পরিচালক রাজর্ষি দে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার আহ্বান, রাজনাথ সিং-তুলসী গ্যাবার্ড বৈঠক ‘‌ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?’‌ ফুরফুরা শরিফ থেকে সম্প্রীতির দিলেন মমতা 'তুঝ মে রব…' সৌরভের বাহুলগ্না হয়ে লিখলেন অলিভিয়া! ডেট করছন?' প্রশ্ন নেটিজেনদের ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত

IPL 2025 News in Bangla

অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত RCB-র অনুশীলনে যোগ দিয়ে খোশমেজাজে কিং কোহলি,মাঠে নেমে শুরু করে দিলেন নাচ- ভিডিয়ো বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি? IPL 2025-এ নতুন নিয়ম আনা হয়েছে, কোন ম্যাচ পর্যন্ত দলে পরিবর্তব করা যাবে, জানেন? ‘আমার কথা অমান্য করেছিল,ওকে বুঝতে হত…’ চোটে জর্জরিত উমরানকে নিয়ে কি বললেন স্টেইন ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন রোহিত? ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী IPL-এ ১৮ কোটি পাচ্ছেন চাহাল! সত্যিই কি তিনি যোগ্য? নিজেই স্বীকার করলেন মনের কথা IPL-এ সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.